চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে আহত হয়ে নিজে হাসপাতালে চিকিৎসা নিতে আসা বানরটিকে বাঁচানো গেল না। গতকাল দুপুরে চট্টগ্রাম বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের হেফাজতে থাকা অবস্থায় বানরটির মৃত্যু হয়। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা দীপান্বিতা ভট্টাচার্য্য বলেন, বৃহস্পতিবার সকাল থেকে বানরটির শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তার দেখাশোনার দায়িত্বে থাকা কর্মীদের সে কোনো সাড়া দিচ্ছিল না। পরে চট্টগ্রাম ভেটেরিনারি এনিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি হাসপাতালে বানরটিকে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে তরল খাবার খাওয়ানো হয়। কিন্তু দুপুরে বানরটির মৃত্যু হয়।’
প্রসঙ্গত, গত ২৮ আগস্ট সীতাকুণ্ডের নামারবাজার এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয় বানরটি। ২ সেপ্টেম্বর বানরটি নিজেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসে। পরের দিন আবার সে হাসপাতালে হাজির হয়। ৪ সেপ্টেম্বর তৃতীয় দিনের মতো বানরটিকে চিকিৎসা দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা। একই দিন দুপুরে উন্নত চিকিৎসার জন্য তাকে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের তত্ত্বাবধানে নেওয়া হয়।