ভালুকায় রাখিয়া সুলতানা রিয়া (১৫) নামে নবম শ্রেণির এক ছাত্রীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। উপজেলার বাটাজোর গ্রামে গতকাল এ ঘটনা ঘটে। রিয়া ওই গ্রামের কৃষক আবদুর রশিদের মেয়ে।
নিহতের পরিবার জানায়, রিয়ার এক বছর আগে পাশের সখিপুর উপজেলার মাওশা গ্রামের মানিক মিয়ার ছেলে সৌদি প্রবাসী রিপনের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর রিপন বিদেশ গেলে স্বামীর বাড়ির লোকজন তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে। ছয় মাস আগে সে বাবার বাড়ি চলে আসে। গতকাল দুপুরে স্কুলে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের রিয়া। পথে মুখোশধারী এক যুবক পিছন থেকে তাকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কোপায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভালুকা ৫০ শয্যার সরকারি হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কর্তব্যরত চিকিৎসক রাকিব হাসান জানান, হাসপাতালে আনার আগেই অতিরিক্ত রক্তক্ষরণে মেয়েটি মারা গেছে। নিহতের ঘাড়, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ভালুকা মডেল থানার ওসি কামাল হোসেন জানান, লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন আছে।