জাতীয় সংসদ নির্বাচনের কারণে জানুয়ারি মাসে হচ্ছে না জেলা প্রশাসক সম্মেলন (ডিসি সম্মেলন)। নির্বাচনের সময় ডিসিরা রিটার্নি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করায় ওই সময় তাদের অনেক ব্যস্ত থাকতে হয়। এ কারণে নতুন সরকার শপথ নেওয়ার পর ফেব্রুয়ারিতে ডিসি সম্মেলন করতে চায় মন্ত্রিপরিষদ বিভাগ। ইতোমধ্যে ডিসিরা তাদের প্রস্তাব জমা দিয়েছেন, মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে বৈঠক করে ডিসি সম্মেলনের কাজ এগিয়ে রাখছেন। এবারের সম্মেলনে ৩০০-এর মতো প্রস্তাব উঠতে পারে। মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। ডিসিরা মাঠপর্যায়ে সরকারের প্রতিনিধিত্ব করেন। সরকারের নীতিনির্ধারক ও জেলা প্রশাসকদের মধ্যে সামনা-সামনি মতবিনিময় এবং প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেওয়ার জন্য প্রতি বছর ডিসি সম্মেলনের আয়োজন করা হয়। একসময় জুলাই মাসে ডিসি সম্মেলন হলেও গত কয়েক বছর ধরে জানুয়ারি মাসে এটি হয়ে আসছে। ডিসি সম্মেলনের বিষয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মো. মাহমুদুল হোসাইন খান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ডিসি সম্মেলন একটি গুরুত্বপূর্ণ বিষয় তবে সামনে জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে সব ডিসি এখন রিটার্নিং কর্মকর্তা। তারা নির্বাচন কমিশনের অধীনে। ইসির নির্দেশনা ছাড়া তারা কোথাও যেতেও পারবেন না। আমরা আমাদের প্রস্তুতি এগিয়ে রাখছি। আশা করি নতুন সরকার শপথের পর আগামী ফেব্রুয়ারিতে এটা হবে। মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (জেলা ও মাঠ প্রশাসন) মো. আমিন উল আহসান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ডিসি সম্মেলন যখনই হোক আমরা প্রস্তুতি এগিয়ে রাখছি। ডিসিদের কাছ থেকে পাওয়া প্রস্তাব নিয়ে বিভাগ ও মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক হচ্ছে। মন্ত্রিপরিষদ বিভাগের একাধিক সূত্রে জানা গেছে, মাঠ পর্যায় থেকে মন্ত্রণালয় ও বিভাগ ধরে ১ হাজারের বেশি প্রস্তাব এসেছে। গত ৩ ডিসেম্বর থেকে গতকাল পর্যন্ত সব মন্ত্রণালয়ের সঙ্গে পাঁচটি বৈঠক করেছে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা। প্রস্তাবগুলো যাচাই-বাছাই কার্যক্রম চলছে। জানা গেছে সবচেয়ে বেশি প্রস্তাব এসেছে ভূমি নিয়ে। এ ছাড়াও জনপ্রশাসন, জননিরাপত্তা স্বাস্থ্যসেবা নিয়ে বেশি প্রস্তাব দিয়েছে ডিসি ও বিভাগীয় কমিশনাররা।
শিরোনাম
- জামায়াত ভাইয়ে ভাইয়ে বিরোধ সৃষ্টি করছে: টুকু
- লাঠি হাতে রাকসু নেতাদের মহড়া, ছাত্রলীগ দেখলেই গণধোলাইয়ের ঘোষণা
- তেজগাঁওয়ে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন, হাতেনাতে আটক ২
- এবার এমসিকিউ পদ্ধতিতে হবে জবির ভর্তি পরীক্ষা
- ঢাবির টিএসসিতে ককটেল বিস্ফোরণ
- মুক্তি পেল ‘ট্রায়াল অব জুলাই ম্যাসাকার’ প্রামাণ্যচিত্র
- প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ
- রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪০০ মামলা
- গ্যাস অনুসন্ধানে ১০০ নতুন কূপ খনন কার্যক্রম জোরদার করছে পেট্রোবাংলা
- ভারতীয় দূতকে তলব, গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলা অবিলম্বে বন্ধের আহ্বান
- ধোলাইপাড়ে বাসে আগুন
- বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
- দেশের মানুষের সেবক হয়ে কাজ করবেন তারেক রহমান: ভিপি সাইফুল
- থাইল্যান্ড-কম্বোডিয়ার সৈন্যদের আবারও পাল্টাপাল্টি হামলা, নিহত ১
- আবুধাবি টি-১০ লিগে খেলার জন্য এনওসি পেলেন সাইফ
- বিশ্বের সর্বোচ্চ হোটেল ‘সিয়েল দুবাই মেরিনা’র যাত্রা শুরু
- মার্কিন হামলার আশঙ্কায় গেরিলা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভেনেজুয়েলা
- ‘রাজপথের সঙ্গীদের প্রতি আহ্বান, দয়া করে পরিস্থিতি ঘোলাটে করবেন না’
- সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় পুলিশের অভিযান, আটক ৭
- তদন্তের জালে তুর্কি ফুটবল, দুই লিগ স্থগিত
জানুয়ারিতে হচ্ছে না ডিসি সম্মেলন
ওয়াজেদ হীরা
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর