জাতীয় সংসদ নির্বাচনের কারণে জানুয়ারি মাসে হচ্ছে না জেলা প্রশাসক সম্মেলন (ডিসি সম্মেলন)। নির্বাচনের সময় ডিসিরা রিটার্নি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করায় ওই সময় তাদের অনেক ব্যস্ত থাকতে হয়। এ কারণে নতুন সরকার শপথ নেওয়ার পর ফেব্রুয়ারিতে ডিসি সম্মেলন করতে চায় মন্ত্রিপরিষদ বিভাগ। ইতোমধ্যে ডিসিরা তাদের প্রস্তাব জমা দিয়েছেন, মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে বৈঠক করে ডিসি সম্মেলনের কাজ এগিয়ে রাখছেন। এবারের সম্মেলনে ৩০০-এর মতো প্রস্তাব উঠতে পারে। মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। ডিসিরা মাঠপর্যায়ে সরকারের প্রতিনিধিত্ব করেন। সরকারের নীতিনির্ধারক ও জেলা প্রশাসকদের মধ্যে সামনা-সামনি মতবিনিময় এবং প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেওয়ার জন্য প্রতি বছর ডিসি সম্মেলনের আয়োজন করা হয়। একসময় জুলাই মাসে ডিসি সম্মেলন হলেও গত কয়েক বছর ধরে জানুয়ারি মাসে এটি হয়ে আসছে। ডিসি সম্মেলনের বিষয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মো. মাহমুদুল হোসাইন খান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ডিসি সম্মেলন একটি গুরুত্বপূর্ণ বিষয় তবে সামনে জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে সব ডিসি এখন রিটার্নিং কর্মকর্তা। তারা নির্বাচন কমিশনের অধীনে। ইসির নির্দেশনা ছাড়া তারা কোথাও যেতেও পারবেন না। আমরা আমাদের প্রস্তুতি এগিয়ে রাখছি। আশা করি নতুন সরকার শপথের পর আগামী ফেব্রুয়ারিতে এটা হবে। মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (জেলা ও মাঠ প্রশাসন) মো. আমিন উল আহসান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ডিসি সম্মেলন যখনই হোক আমরা প্রস্তুতি এগিয়ে রাখছি। ডিসিদের কাছ থেকে পাওয়া প্রস্তাব নিয়ে বিভাগ ও মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক হচ্ছে। মন্ত্রিপরিষদ বিভাগের একাধিক সূত্রে জানা গেছে, মাঠ পর্যায় থেকে মন্ত্রণালয় ও বিভাগ ধরে ১ হাজারের বেশি প্রস্তাব এসেছে। গত ৩ ডিসেম্বর থেকে গতকাল পর্যন্ত সব মন্ত্রণালয়ের সঙ্গে পাঁচটি বৈঠক করেছে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা। প্রস্তাবগুলো যাচাই-বাছাই কার্যক্রম চলছে। জানা গেছে সবচেয়ে বেশি প্রস্তাব এসেছে ভূমি নিয়ে। এ ছাড়াও জনপ্রশাসন, জননিরাপত্তা স্বাস্থ্যসেবা নিয়ে বেশি প্রস্তাব দিয়েছে ডিসি ও বিভাগীয় কমিশনাররা।
শিরোনাম
- ঘরে বসেই করা যাবে মেট্রোরেলের কার্ড রিচার্জ
- কানাডায় ‘দেওয়ান গাজীর কিসসা’ মঞ্চায়নের ঘোষণা
- পোনা চাষে মাসে লাখ টাকা আয় বিশ্বনাথের দিলদারের
- যুক্তরাষ্ট্রে ১ ট্রিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা সৌদি যুবরাজের
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- আশুলিয়ায় মরদেহ পোড়ানোসহ সাত হত্যায় আজ সাক্ষ্যগ্রহণের ১৮তম দিন
- গুলিস্তানে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের পাশের মার্কেটে আগুন
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- পরিচয় গোপন করে চ্যাটের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপে
- ঢাকার বাতাস আজ কতটা বিষাক্ত?
- ট্রুডো–কেটি পেরি'র প্রেম নিয়ে সাবেক স্ত্রী সোফির খোলামেলা মন্তব্য
- মুশফিকের শততম টেস্ট উদযাপনে যেসব আয়োজন করেছে বিসিবি
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স