জাতীয় সংসদ নির্বাচনের কারণে জানুয়ারি মাসে হচ্ছে না জেলা প্রশাসক সম্মেলন (ডিসি সম্মেলন)। নির্বাচনের সময় ডিসিরা রিটার্নি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করায় ওই সময় তাদের অনেক ব্যস্ত থাকতে হয়। এ কারণে নতুন সরকার শপথ নেওয়ার পর ফেব্রুয়ারিতে ডিসি সম্মেলন করতে চায় মন্ত্রিপরিষদ বিভাগ। ইতোমধ্যে ডিসিরা তাদের প্রস্তাব জমা দিয়েছেন, মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে বৈঠক করে ডিসি সম্মেলনের কাজ এগিয়ে রাখছেন। এবারের সম্মেলনে ৩০০-এর মতো প্রস্তাব উঠতে পারে। মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। ডিসিরা মাঠপর্যায়ে সরকারের প্রতিনিধিত্ব করেন। সরকারের নীতিনির্ধারক ও জেলা প্রশাসকদের মধ্যে সামনা-সামনি মতবিনিময় এবং প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেওয়ার জন্য প্রতি বছর ডিসি সম্মেলনের আয়োজন করা হয়। একসময় জুলাই মাসে ডিসি সম্মেলন হলেও গত কয়েক বছর ধরে জানুয়ারি মাসে এটি হয়ে আসছে। ডিসি সম্মেলনের বিষয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মো. মাহমুদুল হোসাইন খান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ডিসি সম্মেলন একটি গুরুত্বপূর্ণ বিষয় তবে সামনে জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে সব ডিসি এখন রিটার্নিং কর্মকর্তা। তারা নির্বাচন কমিশনের অধীনে। ইসির নির্দেশনা ছাড়া তারা কোথাও যেতেও পারবেন না। আমরা আমাদের প্রস্তুতি এগিয়ে রাখছি। আশা করি নতুন সরকার শপথের পর আগামী ফেব্রুয়ারিতে এটা হবে। মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (জেলা ও মাঠ প্রশাসন) মো. আমিন উল আহসান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ডিসি সম্মেলন যখনই হোক আমরা প্রস্তুতি এগিয়ে রাখছি। ডিসিদের কাছ থেকে পাওয়া প্রস্তাব নিয়ে বিভাগ ও মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক হচ্ছে। মন্ত্রিপরিষদ বিভাগের একাধিক সূত্রে জানা গেছে, মাঠ পর্যায় থেকে মন্ত্রণালয় ও বিভাগ ধরে ১ হাজারের বেশি প্রস্তাব এসেছে। গত ৩ ডিসেম্বর থেকে গতকাল পর্যন্ত সব মন্ত্রণালয়ের সঙ্গে পাঁচটি বৈঠক করেছে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা। প্রস্তাবগুলো যাচাই-বাছাই কার্যক্রম চলছে। জানা গেছে সবচেয়ে বেশি প্রস্তাব এসেছে ভূমি নিয়ে। এ ছাড়াও জনপ্রশাসন, জননিরাপত্তা স্বাস্থ্যসেবা নিয়ে বেশি প্রস্তাব দিয়েছে ডিসি ও বিভাগীয় কমিশনাররা।
শিরোনাম
- লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
- স্বর্ণের দাম কমেছে
- সেই নবজাতক পরিবারের পাশে পুলিশ
- নাতবউকে ধর্ষণের অভিযোগে জুতাপেটা, পুলিশে সোপর্দ
- ভাড়া নিয়ে শ্রমিক ও শিক্ষার্থীদের সংঘর্ষ, দুই শতাধিক বাস ভাঙচুর
- সিংড়ায় শীতের আগমনে লেপ–তোষকের দোকানে ভিড়
- মিরপুরে বিআরটিএ এলাকায় ককটেল বিস্ফোরণ
- ‘আগামী নির্বাচনে নোয়াখালীর ৬টি আসন বিএনপিকে উপহার দেওয়া হবে’
- হাতিরঝিলে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুন
- সোনারগাঁয়ে তাঁতী দলের আহ্বায়ক কমিটি ঘোষণা
- ‘নিরাপত্তার স্বার্থে’ জাবিতে রাত ১০টার পর যেকোনো অনুষ্ঠান নিষিদ্ধ
- ‘ধানের শীষে ভোট দিয়ে দেশকে রক্ষা করুন’
- মোংলায় জামায়াতে ইসলামীর ওলামা সম্মেলন অনুষ্ঠিত
- কাতারের মধ্যস্থতায় শান্তিচুক্তির পথে কঙ্গো ও এম২৩ বিদ্রোহীরা
- বিশ্বনাথে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন দুই সহস্রাধিক মানুষ
- বারী সিদ্দিকীর জন্মদিনে কেক কাটলেন হিমু পাঠক আড্ডার সদস্যরা
- তফসিলের আগে লটারির মাধ্যমে মাঠ প্রশাসনকে আবারও ঢেলে সাজাবে সরকার
- দিনাজপুরে জামায়াত প্রার্থীর মোটরসাইকেল র্যালি
- সিডরে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো আজও পুনর্নির্মাণ হয়নি
- যুক্তরাষ্ট্র থেকে গম নিয়ে মোংলা বন্দরে জাহাজ