জাতীয় সংসদ নির্বাচনের কারণে জানুয়ারি মাসে হচ্ছে না জেলা প্রশাসক সম্মেলন (ডিসি সম্মেলন)। নির্বাচনের সময় ডিসিরা রিটার্নি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করায় ওই সময় তাদের অনেক ব্যস্ত থাকতে হয়। এ কারণে নতুন সরকার শপথ নেওয়ার পর ফেব্রুয়ারিতে ডিসি সম্মেলন করতে চায় মন্ত্রিপরিষদ বিভাগ। ইতোমধ্যে ডিসিরা তাদের প্রস্তাব জমা দিয়েছেন, মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে বৈঠক করে ডিসি সম্মেলনের কাজ এগিয়ে রাখছেন। এবারের সম্মেলনে ৩০০-এর মতো প্রস্তাব উঠতে পারে। মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। ডিসিরা মাঠপর্যায়ে সরকারের প্রতিনিধিত্ব করেন। সরকারের নীতিনির্ধারক ও জেলা প্রশাসকদের মধ্যে সামনা-সামনি মতবিনিময় এবং প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেওয়ার জন্য প্রতি বছর ডিসি সম্মেলনের আয়োজন করা হয়। একসময় জুলাই মাসে ডিসি সম্মেলন হলেও গত কয়েক বছর ধরে জানুয়ারি মাসে এটি হয়ে আসছে। ডিসি সম্মেলনের বিষয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মো. মাহমুদুল হোসাইন খান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ডিসি সম্মেলন একটি গুরুত্বপূর্ণ বিষয় তবে সামনে জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে সব ডিসি এখন রিটার্নিং কর্মকর্তা। তারা নির্বাচন কমিশনের অধীনে। ইসির নির্দেশনা ছাড়া তারা কোথাও যেতেও পারবেন না। আমরা আমাদের প্রস্তুতি এগিয়ে রাখছি। আশা করি নতুন সরকার শপথের পর আগামী ফেব্রুয়ারিতে এটা হবে। মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (জেলা ও মাঠ প্রশাসন) মো. আমিন উল আহসান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ডিসি সম্মেলন যখনই হোক আমরা প্রস্তুতি এগিয়ে রাখছি। ডিসিদের কাছ থেকে পাওয়া প্রস্তাব নিয়ে বিভাগ ও মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক হচ্ছে। মন্ত্রিপরিষদ বিভাগের একাধিক সূত্রে জানা গেছে, মাঠ পর্যায় থেকে মন্ত্রণালয় ও বিভাগ ধরে ১ হাজারের বেশি প্রস্তাব এসেছে। গত ৩ ডিসেম্বর থেকে গতকাল পর্যন্ত সব মন্ত্রণালয়ের সঙ্গে পাঁচটি বৈঠক করেছে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা। প্রস্তাবগুলো যাচাই-বাছাই কার্যক্রম চলছে। জানা গেছে সবচেয়ে বেশি প্রস্তাব এসেছে ভূমি নিয়ে। এ ছাড়াও জনপ্রশাসন, জননিরাপত্তা স্বাস্থ্যসেবা নিয়ে বেশি প্রস্তাব দিয়েছে ডিসি ও বিভাগীয় কমিশনাররা।
শিরোনাম
- ৭ দফা দাবিতে ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসককে স্মারকলিপি
- নবাবদের বংশধররা আজও ব্রিটিশদের পেনশন পাচ্ছেন, কিন্তু কত?
- ল্যুভর জাদুঘরে সিনেমাটিক চুরি, ৪ মিনিটে উধাও বহুমূল্যের ৮ রত্নালঙ্কার
- যে কারণে সেনাবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন ইরানের সেনাপ্রধান
- রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির দায়ে কসাইকে জরিমানা
- আগামী ডিসেম্বরের মধ্যে বগুড়াকে সিটি কর্পোরেশন ঘোষণা
- দেবরের সাথে ব্রেকাপ, কবজি কাটলেন দুই সন্তানের মা
- ভোটের মাঠে ৮ দিন আইনশৃঙ্খলা বাহিনী রাখার প্রস্তাব
- মোংলায় যুবদলের উদ্যোগে ৩১ দফার লিফলেট বিতরণ
- ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ ভাই-বোন গ্রেপ্তার
- খাগড়াছড়িতে প্রাথমিক শিক্ষক সমিতির সম্মেলন অনুষ্ঠিত
- ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’-কে জয়া আহসানের না বলার কারণ যা
- অকল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার কর্মশালা
- ‘রাজনীতির মধ্যে সততা আনা না গেলে রাজনীতি কখনোই সুন্দর হবে না’
- শাহজালালে অগ্নিকাণ্ড : রফতানিকারকদের ৬ দাবি
- এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা ৫ শতাংশ যথেষ্ট নয় : এ্যানী
- রোবট, এআই, ও বৈদ্যুতিক গাড়ি, সব এক মঞ্চে ‘ফিক্স ২০২৫’ প্রযুক্তি মেলায়
- মহান বিজয় দিবস উপলক্ষে স্মৃতিসৌধে প্রবেশে নির্দেশনা
- ৩৮ বছর বয়সে অভিষেক হলো আফ্রিদির
- ঢাকার বাতাস অস্বাস্থ্যকর, দূষণে শীর্ষে দিল্লি
জানুয়ারিতে হচ্ছে না ডিসি সম্মেলন
ওয়াজেদ হীরা
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর