বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাবেক সভাপতি অধ্যাপক ডা. রশীদ ই মাহবুব বলেছেন, ‘ভুল চিকিৎসায় মৃত্যুর সমাধান খুঁজতে হবে সরকারকে। এজন্য পরিকল্পনা করতে হবে। সরকার সেটা চায় কি না আগে দেখতে হবে। অভিযোগ এলে সুষ্ঠু তদন্ত করে প্রতিবেদন সবার সামনে প্রকাশ করা হোক। তাহলে দায় কার বেরিয়ে আসবে। কিন্তু এটা কখনো করা হয় না।’ গতকাল তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সরকারের দায়িত্ব জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করা। তাই সরকারের দায় রয়েছে। চিকিৎসকরা এ সেবাদানে টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করেন। তাই তাদের ওপরও দায় বর্তায়। হাসপাতালে চিকিৎসার সব ব্যবস্থা রয়েছে কি না সেটাও দেখতে হবে। চিকিৎসায় অবহেলা কিংবা ভুল চিকিৎসার অভিযোগ এলে তদন্ত কমিটি গঠন করতে হবে। সুষ্ঠু তদন্ত করে তার আলোকে সিদ্ধান্ত নিতে হবে। পরিকল্পনা করতে হবে জনগণকে কীভাবে সঠিক সেবা দেওয়া যায়। অদক্ষতা নাকি অবহেলা তা তদারকির দায়িত্ব সরকারের। ডা. রশীদ ই মাহবুব আরও বলেন, চিকিৎসক ওই বিষয়ে দক্ষতা না থাকলেও সেখানে কাজ করছেন কি না তা দেখতে হবে। যদি ভুল হয় তাহলে নৈতিকতার বিষয় হিসেবে বিএমডিসি বিষয়টি তদন্ত করবে। আর অবহেলা হলে, ক্ষতিপূরণের বিষয় থাকলে সিভিল কোর্টে যাবেন রোগীর স্বজনরা। কিন্তু অনেক সময় দেখা যায় টেবিলের নিচে সমাধান হয়ে যায়। এতে সরকারের দায়মুক্তি হয় আর হাসপাতাল কিংবা চিকিৎসকের কিছু টাকা খরচ হয়। অনেক রোগীর স্বজন বিএমডিসিতে লড়তে চান না।
শিরোনাম
- বরগুনায় ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু
- নিয়মকানুনের কড়াকড়িতে সিঙ্গাপুর ছাড়ছেন ধনী চীনারা
- চাঁপাইনবাবগঞ্জে ক্যান্সার সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
- ৬২ পুলিশ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে বদলি
- রাকসু নির্বাচন : হল সংসদের ৩৯ পদে প্রতিদ্বন্দ্বী নেই, ৪ পদ ফাঁকা
- বিশ্ববিদ্যালয়ের নির্বাচন আর জাতীয় নির্বাচন এক নয় : রুমিন ফারহানা
- অন্তর্বর্তী সরকার সংবিধানের মৌলিক রদবদল করার ম্যান্ডেট রাখে না : জিল্লুর রহমান
- হ্যান্ডশেক এড়িয়ে বিতর্কে ভারত, ক্ষুব্ধ শোয়েব আখতার
- ‘চ্যালেঞ্জগুলো নিয়ে হতাশ না হয়ে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে’
- অসুস্থতার ছুটি চেয়ে বার্তা, ১০ মিনিট পরেই হারালেন প্রাণ
- কিউবান অভিবাসীর চাপাতির কোপে প্রাণ গেল ভারতীয়ের, ক্ষুব্ধ প্রতিক্রিয়া ট্রাম্পের
- বিক্ষোভে উত্তাল তুরস্ক, এরদোয়ানের পদত্যাগ দাবি
- পাকিস্তান ক্রিকেটারদের মান নেই, সিঙ্গেলও নিতে পারে না: শোয়েব আখতার
- নেপালের প্রথম নারী অ্যাটর্নি জেনারেল সবিতা
- খেলার বাইরে রাজনীতি: ভারত–পাকিস্তান ম্যাচে ইতিহাসে নজিরবিহীন বিতর্ক
- ফরিদপুরে মহাসড়ক অবরোধের ঘটনায় ২৪০ জনের বিরুদ্ধে মামলা
- ইসরায়েলকে রুখতে ইসলামিক সামরিক জোট গঠনের আহ্বান ইরাকের
- শাহ আমানত বিমানবন্দরে হারানো ব্যাগ ফেরত পেলেন ইন্দোনেশিয়ান নাগরিক
- ভারতের কাছে পাকিস্তানের হারের প্রধান তিন কারণ
- বাঁশবোঝাই ট্রাকের পেছনে বাসের ধাক্কা, পুলিশ কর্মকর্তাসহ নিহত ৩