বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাবেক সভাপতি অধ্যাপক ডা. রশীদ ই মাহবুব বলেছেন, ‘ভুল চিকিৎসায় মৃত্যুর সমাধান খুঁজতে হবে সরকারকে। এজন্য পরিকল্পনা করতে হবে। সরকার সেটা চায় কি না আগে দেখতে হবে। অভিযোগ এলে সুষ্ঠু তদন্ত করে প্রতিবেদন সবার সামনে প্রকাশ করা হোক। তাহলে দায় কার বেরিয়ে আসবে। কিন্তু এটা কখনো করা হয় না।’ গতকাল তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সরকারের দায়িত্ব জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করা। তাই সরকারের দায় রয়েছে। চিকিৎসকরা এ সেবাদানে টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করেন। তাই তাদের ওপরও দায় বর্তায়। হাসপাতালে চিকিৎসার সব ব্যবস্থা রয়েছে কি না সেটাও দেখতে হবে। চিকিৎসায় অবহেলা কিংবা ভুল চিকিৎসার অভিযোগ এলে তদন্ত কমিটি গঠন করতে হবে। সুষ্ঠু তদন্ত করে তার আলোকে সিদ্ধান্ত নিতে হবে। পরিকল্পনা করতে হবে জনগণকে কীভাবে সঠিক সেবা দেওয়া যায়। অদক্ষতা নাকি অবহেলা তা তদারকির দায়িত্ব সরকারের। ডা. রশীদ ই মাহবুব আরও বলেন, চিকিৎসক ওই বিষয়ে দক্ষতা না থাকলেও সেখানে কাজ করছেন কি না তা দেখতে হবে। যদি ভুল হয় তাহলে নৈতিকতার বিষয় হিসেবে বিএমডিসি বিষয়টি তদন্ত করবে। আর অবহেলা হলে, ক্ষতিপূরণের বিষয় থাকলে সিভিল কোর্টে যাবেন রোগীর স্বজনরা। কিন্তু অনেক সময় দেখা যায় টেবিলের নিচে সমাধান হয়ে যায়। এতে সরকারের দায়মুক্তি হয় আর হাসপাতাল কিংবা চিকিৎসকের কিছু টাকা খরচ হয়। অনেক রোগীর স্বজন বিএমডিসিতে লড়তে চান না।
শিরোনাম
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
অভিযোগের সুষ্ঠু তদন্ত জরুরি
--- ডা. রশীদ ই মাহবুব
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর