দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি মো. মাহবুবুল আলম বলেছেন, অর্থনৈতিক স্থিতিশীলতাই আগামী বাজেটের প্রধান চ্যালেঞ্জ। বিদ্যমান পরিস্থিতিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ডলার সমস্যার সমাধান, মুদ্রা বাজার ব্যবস্থাপনা, কাস্টমস, ভ্যাট, মুদ্রা ও রাজস্ব নীতির সমন্বয় ও সর্বস্তরে সুশাসন নিশ্চিত করতে হবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে তিনি এসব কথা বলেন।
মাহবুবুল আলম বলেন, বাজার তদারকি, প্রবাসী আয় ও রপ্তানি বৃদ্ধি, সুদের হার, আর্থিক ও ব্যাংকিং খাতের সংস্কার, কর-জিডিপির অনুপাত বৃদ্ধির চ্যালেঞ্জও রয়েছে। এসব চ্যালেঞ্জ বিবেচনায় নিয়ে সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনা সুদৃঢ় করতে ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে সুনির্দিষ্ট নির্দেশনা থাকতে হবে। আগামী অর্থবছরের বাজেটে ব্যবসার খরচ কমাতে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। এ জন্য কাস্টমস, কর ও মূসক-এই জায়গায় অটোমেশন করতে হবে। এফবিসিসিআই সভাপতি বলেন, ব্যাংক ঋণের সুদহার যেন না বাড়ে, সেদিকে নজর দিতে হবে। সুদের হার বাড়লে দেশে শিল্পায়ন ও বিনিয়োগ বাধাগ্রস্ত হয়। ডলারের দাম নিয়ে ব্যবসায়ীদের দুশ্চিন্তা এখনো কাটেনি। ডলারের নির্ধারিত দাম ১১৭ টাকা যেন সব ব্যাংক মেনে চলে, সেটি কেন্দ্রীয় ব্যাংককে তদারকি করতে হবে। এ ছাড়া নিরবচ্ছিন্ন ও মানসম্মত গ্যাস-বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহে বাজেটে নির্দেশনা বা পরিকল্পনা থাকা প্রয়োজন। মূল্যস্ফীতি যাতে নতুন করে না বাড়ে, সেদিকেও নজর দেওয়া জরুরি। মাহবুবুল আলম বলেন, সামগ্রিক বিষয় বিবেচনায় নিয়ে এবারও অর্থনৈতিক উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে একটি জনমুখী ব্যবসাবান্ধব বাজেট হবে বলে আশা করি।
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        