সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে সর্বোচ্চ সতর্কাবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ আন্দোলন রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতায় রূপ নেওয়ায় র্যাব-পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের। এ ছাড়া রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনায়ও নেওয়া হয়েছে অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা। এরই অংশ হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনের সড়কের এক পাশ ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার শতাধিক আন্দোলনকারী রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভির প্রধান ফটক ভেঙে ভিতরে ঢুকে পড়ে। বিটিভি ভবন, প্রধান ফটকের বাইরে একটি সিএনজিচালিত অটোরিকশা ও দুটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় তারা। পরে ভিতরে ঢুকে শোভাবর্ধনকারী বিভিন্ন ফুল গাছের টবে ভাঙচুর চালানো হয়। একই সঙ্গে মহাখালীতে সেতু ভবন ও দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে আগুন দেয় আন্দোলনকারীরা। গতকাল রামপুরার হাতিরঝিলে থাকা পানি শোধনাগার, বনানীতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজা ও মিরপুর ইনডোর স্টেডিয়ামে আগুন দেওয়ার ঘটনা ঘটে। রাজধানীতে একের পর এক এমন অগ্নিসংযোগের ঘটনায় অন্য সরকারি প্রতিষ্ঠানগুলোয় নিরাপত্তা বলয় তৈরি করেছে বিজিবি। ঢাকায় নিরাপত্তা জোরদারে ৭৫ আর সারা দেশে ৩ শতাধিক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। রাজধানীতে যে কোনো সহিংসতা ঠেকাতে র্যাবের হেলিকপ্টার টহল দিতে দেখা গেছে। গতকাল বিটিভি ভবন পরিদর্শন শেষে বিজিবি মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী সাংবাদিকদের বলেন, ‘শিক্ষার্থীদের আন্দোলন পুঁজি করে যে কোনো নৈরাজ্য করা হলে কঠোর হাতে দমন করা হবে।’ জানা গেছে, রাজধানীতে বঙ্গভবন, গণভবন, বেতার ভবন, বিভিন্ন মন্ত্রণালয়ের অধীন থাকা অধিদপ্তর, সাব-অফিস, থানা ভবন, জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপারের কার্যালয়, সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বাসভবনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ ছাড়া নরসিংদীর কারাগারে হামলা ও কারাবন্দি ছিনতাইয়ের পর দেশের কারাগারগুলোয় জোরদার করা হয়েছে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা। এদিকে জননিরাপত্তার স্বার্থে আজ থেকে রাজধানীতে মেট্রোরেল চলাচল বন্ধ ঘোষণা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলছেন, কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে সহিংসতায় দুর্বৃত্তরা পুলিশ ও পুলিশের স্থাপনা টার্গেট করে হামলা করছে। বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন স্থানে পুলিশবক্স ও পুলিশের গাড়িতে আগুন দিয়েছে। বুধবার রাতে যাত্রাবাড়ী থানা, বৃহস্পতিবার উত্তরা পূর্ব থানায় হামলা করে। গতকাল রামপুরা থানায় হামলা চালিয়ে আগুন দেয় আন্দোলনকারীরা। এসব অগ্নিসংযোগ ও প্রাণহানি ঠেকাতে রাজধানীর সব মেট্রোরেল স্টেশন ও থানায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। রাজধানীর মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর সদর দপ্তরে মূল ফটক বন্ধ রাখা হয়েছে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)-এর সদর দপ্তরের সামনের সড়কের এক পাশ বন্ধ রাখা হয়েছে। পুলিশ সদর দপ্তর ও পুলিশ মহাপরিদর্শক (আইজিপি)-এর বাসভবনে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। একই সঙ্গে থানা পুলিশ ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে নিরাপত্তা বাড়িয়েছে বলে জানা গেছে। এদিকে ডিএমপিসূত্র জানান, রাজধানীবাসীর জানমাল রক্ষায় সর্বসাধারণের মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা থাকবে।
শিরোনাম
- নিজের ব্যাটারি নিজেই বদলাতে পারে চীনা রোবট
- স্কটল্যান্ডে শুরু স্পাইডারম্যানের নতুন সিনেমার শুটিং
- রাজশাহীতে ১২টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ
- মহাকাশ স্টেশন থেকে পৃথিবীতে যাত্রা শুরু পাঁচ নভোচারীর
- ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজে পরীক্ষায় পাস করলো শুধু লিডসের পিচ
- কত ফলোয়ারে মিলবে ইনস্টাগ্রামে লাইভ করার অনুমতি?
- চুপ থাকা কেন জরুরি?
- হোয়াইট হাউসে আর্মেনিয়া-আজারবাইজানের শান্তি চুক্তি
- গোসাইরহাটে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
- নবীনগরে কৃষকদলের দ্বি-বার্ষিক সম্মেলন
- ইসরায়েলি বিমানবন্দরসহ তিন স্থাপনায় হুথির ড্রোন হামলা
- পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে লঞ্চ চলাচল স্বাভাবিক
- পৃথিবীতে ফেরার পাঁচ মাসের মধ্যে নাসা ছাড়লেন মহাকাশচারী
- ৮ কোটি ২০ লাখ টাকা ফেরত পেয়েছেন হজযাত্রীরা
- মাদকচক্র ভাঙতে সহায়তা করলো কথা বলা তোতা পাখি
- যুক্তরাষ্ট্রের অস্ত্র ও বিমান কেনা আপাতত বন্ধ করল ভারত, দাবি রিপোর্টে
- স্মার্টফোন দীর্ঘদিন ভালো রাখতে যা করবেন
- পেয়ারা পাতায় লুকিয়ে আছে অনেক ঔষধি গুনাগুন
- এক ম্যাচ নিষিদ্ধ ফ্লিক, সঙ্গে জরিমানা ২০ হাজার ইউরো
- নিজেকে খুঁজে ফেরার গল্পে ‘ঘোমটা’
চূড়ান্ত সতর্কতা আইনশৃঙ্খলা বাহিনীর
সারা দেশে ৩ শতাধিক প্লাটুন বিজিবি রাজধানীতে র্যাবের হেলিকপ্টার টহল, বিজিবি মহাপরিচালক বললেন শিক্ষার্থীদের আন্দোলন পুঁজি করে নৈরাজ্য করলে কঠোরভাবে দমন
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর