মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি অজগর উদ্ধার করা হয়েছে। গতকাল সকালে শহরতলীর উত্তর ভাড়াউড়া এলাকা থেকে সাপটি উদ্ধার করে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। সাপটি ওই এলাকার জসিম উদ্দিনের গরুর খামারের পাশে একটি বাঁশঝাড়ে ছিল।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, আমরা অজগরটি উদ্ধার করে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তার কাছে দিয়ে দেই। গত ক’দিন ধরেই ওই এলাকায় মানুষের হাঁস-মুরগি খেয়ে ফেলছিল অজগরটি। এটি নিয়ে এলাকাবাসী আতঙ্কে ছিলেন। উদ্ধার কাজে সহযোগিতা করেন পরিবেশকর্মী রাজদীপ দেব ও রিদন গৌড়। বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হক বলেন, উদ্ধার করা অজগরটিকে আমরা পর্যবেক্ষণে রেখেছি। পরে বনে অবমুক্ত করে দেব। এটির দৈর্ঘ্য ৭ থেকে ৮ ফুট হবে।
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        