আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাত আড়াইটায় রাজধানীর খিলগাঁও থেকে তাকে নিয়ে যাওয়া হয়।
গতকাল নাহিদ ইসলামের মা মমতাজ নাহার জানান, তাদের বাসা বনশ্রীতে। আর নাহিদ ছিল তার বন্ধুর বাসায়। রাত আড়াইটায় ৪০-৫০ জন লোক সাদা পোশাকে এসে তার ছেলেকে ধরে নিয়ে গেছে। তিনি সারা দিন ছেলের খোঁজে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে এবং মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কার্যালয়ে দৌড়ঝাঁপ করেছেন। কিন্তু ডিবি বলছে সিআইডিতে খোঁজ করেন, আবার সিআইডি বলছে, তাদের কিছু জানা নেই।