নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জুয়া খেলা নিয়ে তর্কের জেরে রাকিব হোসেন (২৫) নামে এক রিকশাচালক সন্ত্রাসীদের গুলিতে মারা গেছেন। গতকাল দুপুর ২টা ১০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সে মারা যায়। এর আগে সকালে সোনারগাঁয়ের পাকুন্দা এলাকায় ওই গুলির এ ঘটনা ঘটে।
পরিবারের দাবি, মাসুদ নামের এক সন্ত্রাসী তার বুকে গুলি করে হত্যা করেছে। নিহত রাকিব নারায়ণগঞ্জের আড়াইহাজারের বালিয়াপাড়ার তারা মিয়ার ছেলে। সে ঢাকার তেজগাঁও বেগুনবাড়ি এলাকায় রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করত।
সোনারগাঁয়ের জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন জানান, গতকাল সকাল ১০ টায় পাকুন্দায় একটা কমিউনিটি হাসপাতালের এদিকে এ ঘটনা ঘটেছে বলে আমি শুনেছি। সকালে জুয়া খেলা নিয়ে তর্কের এক পর্যায়ে একজন আরেকজনকে গুলি করেছে। কিছুক্ষণ আগে শুনেছি গুলিবিদ্ধ একজন মারা গেছে।