রাজশাহীতে প্রাইভেট কার থেকে দুই বস্তা দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। শনিবার রাত ৯টার দিকে নগরীর গোরহাঙ্গা এলাকার রেলগেটে কারটি থামিয়ে তল্লাশির সময় গাড়ির পেছন থেকে অস্ত্রগুলো উদ্ধার করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এ সময় গাড়িচালককে আটক করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে নগরীর রেলগেট এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণের সময় বিভিন্ন গাড়ি তল্লাশি করছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এ সময় একটি প্রাইভোট কার (ঢাকা মেট্রো-গ ১৭-১১১৪) থামিয়ে তল্লাশি করা হলে গাড়ির পেছনে দুই বস্তা দেশি অস্ত্র পাওয়া যায়। পরে শিক্ষার্থীরা গাড়ি ও অস্ত্রসহ বিজিবির কাছে সৌপর্দ করে। এ সময় সেখানে সেনাবাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন। রাজশাহী রেলগেট এলাকায় প্রাইভেট কার থেকে দেশি অস্ত্র উদ্ধার করার পর মোড়ে মোড়ে গাড়ি থামিয়ে তল্লাশি চালাচ্ছে শিক্ষার্থীরা। শনিবার রাত সাড়ে ৯টার পর থেকে রাজশাহী মহানগরীর বিভিন্ন স্থানে তল্লাশি চৌকি বসাতে দেখা যায় শিক্ষার্থীদের। প্রত্যক্ষদর্শীরা জানান, বেশ কয়েকদিন ধরে শিক্ষার্থীরা সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করে আসছিলেন। কিন্তু হঠাৎই অস্ত্র উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে প্রত্যেকটি গাড়ি তল্লাশি করেন শিক্ষার্থীরা। এ সময় গাড়িচালক ও যাত্রীদের বিভিন্ন প্রশ্ন করতে দেখা যায় তাদের। রাজশাহীর কাদিরগঞ্জ এলাকায় গাড়ি তল্লাশির সময় তাওসিফ নামের এক শিক্ষার্থী জানান, যেহেতু পুলিশ এখনো কাজে ফেরেনি, তাই এই সুযোগে কেউ কোনো ধরনের অবৈধ অস্ত্র বা চোরাচালান না করতে পারে সেটি লক্ষ্য রাখছে ছাত্র সমাজ। এই তল্লাশি চলমান কার্যক্রমের ফলে অনেক জায়গায় মাদক ও অস্ত্র উদ্ধার করে সেনাবাহিনী ও বিজিবি সদস্যদের কাছে বুঝিয়ে দেওয়া হচ্ছে। শিক্ষার্থী আল আমিন হোসেন জানান, ‘যেহেতু অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে, পরিবেশ দ্রুত স্বাভাবিক হতে শুরু করবে। এ সময়টি আইনশৃঙ্খলা ঠিক রাখার দায়িত্ব আমাদের সবার।