বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) দুই জাহাজে অগ্নিকান্ডের প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছেন নৌপরিবহন এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। গতকাল দুপুরে বিএসসি কার্যালয়ে ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, দুই জাহাজে আগুনের ঘটনা তদন্ত করতে বলেছি বিএসসিকে। দুটি জাহাজে অগ্নিকান্ডে চারজন মারা গেছেন। পরপর দুটি ঘটনার পর সন্দেহ যাতে দূর হয়, প্রকৃত ঘটনা যাতে বের হয়ে আসে, সে জন্য অ্যাডিশনাল সেক্রেটারিকে প্রধান করে পৃথক তদন্ত কমিটি করা হবে। সন্দেহজনক কিছু আছে কি না কমিটির সদস্যরা তদন্ত করবেন। চীন থেকে চারটি নতুন জাহাজ সংগ্রহ করা প্রসঙ্গ নিয়ে ড. এম সাখাওয়াত হোসেন বলেন, একটি টিম কাজ করছে দাম নির্ধারণের জন্য। আমরা দাম কমানোর চেষ্টা করছি।