বৈদেশিক মুদ্রার সংকট দ্রুত সমাধানে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে চলতি ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে সহায়তার জন্য ঋণের নিশ্চয়তা চাইবে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে আজ থেকে শুরু হওয়া সংস্থা দুটির বার্ষিক সভায় এ প্রস্তাব তোলা হবে। অন্তর্বর্তী সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এ সভায় যোগ দিচ্ছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বিশ্বব্যাংকের কাছে বাজেট সহায়তার পূর্ব প্রতিশ্রুতির ১৫০ কোটি ডলার ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছে নতুন করে ৩০০ কোটি ডলারের অতিরিক্ত সহায়তা পাওয়ার বিষয়টি নিশ্চিত করবে বাংলাদেশ। ওয়াশিংটন ডিসিতে ২১ থেকে ২৬ অক্টোবর ব্রেটন উডস (আর্থিক সম্পর্ক পরিচালনার উদ্দেশ্যে গঠিত জোট) সংস্থাগুলোর বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনে মন্ত্রী পর্যায়ের আলোচনা সভা শুরু হবে ২২ অক্টোবর। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ও বাংলাদেশ ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তারাও সভায় অংশগ্রহণ করবেন। কর্মকর্তারা জানান, বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের জ্যেষ্ঠ নির্বাহীদের সঙ্গে বৈঠক বাজেট সহায়তা নিশ্চিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উভয় প্রতিষ্ঠান ইতোমধ্যে পূর্ববর্তী বৈঠকে বাংলাদেশ সরকারের কাছে সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছে বলেও জানান তারা। এ তহবিল পাওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে কারণ দেশের বিভিন্ন খাতের গুরুত্বপূর্ণ সংস্কার কর্মসূচির বাস্তবায়নে সহায়তা করবে। অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বার্ষিক সাধারণ সভায় যোগদানের পাশাপাশি, বিশ্বব্যাংক এবং আইএমএফের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে আরও আর্থিক সহায়তা নিয়ে আলোচনা করবেন। এর আগে বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধার কর্মসূচি বাস্তবায়নের জন্য গত বছরের জানুয়ারিতে ৪৭০ কোটি ডলারের আর্থিক সহায়তা প্যাকেজ অনুমোদন করে আন্তর্জাতিক মুদ্রা তহবিল।
বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা জানিয়েছেন, আইএমএফ নতুন তহবিল কয়েকটি কিস্তিতে বিতরণ করতে পারে, যা ডিসেম্বর মাসে পর্ষদের অনুমোদনের ওপর নির্ভর করবে। প্রতিনিধি দল আশা করছে চলতি বছর তারা আইএমএফের দুটি কর্মসূচির আওতায় ১০০ কোটি ডলারের বেশি সহায়তা পাবে। এ ছাড়াও নতুন তহবিলের জন্য সংস্কারের শর্তাবলি বাস্তবায়ন এবং বিদ্যমান ঋণ কর্মসূটি পর্যালোচনার জন্য নভেম্বর মাসে আইএমএফের একটি প্রতিনিধি দলের ঢাকা সফরের সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, চলমান ২০২৪-২৫ অর্থবছরে বিশ্বব্যাংক ১৫০ কোটি ডলারের নতুন আর্থিক সহায়তা প্রদানের পরিকল্পনা করছে, যা ৭৫ কোটি ডলার অর্থনৈতিক শাসন এবং সংস্কারের উন্নতির জন্য এবং ২৫ কোটি ডলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধির জন্য বরাদ্দ করা হবে।