পৌনে ২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে সিভিল এভিয়েশন-২-এর প্রকল্প পরিচালক ও নির্বাহী প্রকৌশলী (সিভিল) ইউনুস ভূঁইয়া এবং তার দুই স্ত্রীর বিরুদ্ধে পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার সংস্থাটির ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে দুদকের উপপরিচালক এ কে এম মাহবুবুর রহমান মামলাগুলো করেন।
গতকাল দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম জানান, প্রথম মামলায় আসামি সিভিল এভিয়েশন-২-এর প্রকল্প পরিচালক ও নির্বাহী প্রকৌশলী (সিভিল) মো. ইউনুস ভূঁইয়ার বিরুদ্ধে ৪ লাখ ৬৭ হাজার ৭৭ টাকার সম্পদের তথ্য গোপন করে মিথ্যা বিবরণী দাখিল এবং ৪৬ লাখ ৬৩ হাজার ৫২৫ টাকার জ্ঞাতআয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
দ্বিতীয় মামলায় তার স্ত্রী মারুফা আক্তারকে প্রধান আসামি ও মো. ইউনুস ভূঁইয়াকে সহযোগী আসামি করা হয়েছে। ইউনুসের সহায়তায় অবৈধভাবে অর্জিত সম্পদকে বৈধতা দানের চেষ্টা করেছেন মারুফা আক্তার। মামলায় মারুফার নিজ নামে ৩ লাখ টাকার সম্পদের তথ্য গোপন করে মিথ্যা বিবরণী দাখিল এবং জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ মোট ৬৫ লাখ টাকার সম্পত্তির মালিকানা প্রমাণ পেয়েছে দুদক। দুদক বলছে, তৃতীয় মামলায় ইউনুস ভূঁইয়ার অপর স্ত্রী মরিয়ম নেছাকে প্রধান আসামি করা হয়েছে। এ মামলায় ইউনুসের বিরুদ্ধে সহায়তার অভিযোগ আনা হয়েছে। মামলার এজাহারে বলা হয়েছে, স্ত্রী মরিয়ম অবৈধভাবে অর্জিত সম্পদকে বৈধতা দানের অসৎ উদ্দেশ্যে নিজ নামে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ মোট ৫৭ লাখ ৬১ হাজার ১৮১ টাকার সম্পত্তির মালিকানা অবৈধ উপায়ে অর্জন করে ভোগ দখলে রেখেছেন।