চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় তুচ্ছ ঘটনার জেরে প্রবাস ফেরত মো. সেকান্দর মামুন চৌধুরীকে (৪২) কুপিয়ে খুন করেছে প্রতিপক্ষরা। রবিবার রাতে রাঙ্গুনিয়া উপজেলার সফরভাটা ইউনিয়নের ইত্যাদি মোড়ে এ ঘটনা ঘটে। এ সময় মো. মাহাবুব (৩৮), মো. ইমরান (৩৭) ও শুক্কুর (১৬) নামের আরও তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। মামুন স্থানীয় আলমগীর চেয়ারম্যান বাড়ির বাসিন্দা। তিনি কিছুদিন আগে প্রবাস থেকে ছুটিতে বাড়িতে আসেন।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি জাহেদ হোসেন জানিয়েছেন, এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, গত শনিবার সন্ধ্যায় আলমগীর চেয়ারম্যান বাড়ির সিএনজিচালক মো. কুদ্দুসের (৪০) সঙ্গে পাশের গ্রাম দক্ষিণ পাড়ার এক রিকশাচালকের মধ্যে বাগবিতণ্ডা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। রবিবার রাতে দক্ষিণ পাড়ার দুই ব্যক্তি বিষয়টি মীমাংসা করতে আসেন। পরে দুই পক্ষের মধ্যে আবারও মারামারি ও গুলির ঘটনা ঘটে। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন সেখানে উপস্থিত মামুনকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার সময় আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।