বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান বলেছেন, আগামী ৮০ দিনের মধ্যে চট্টগ্রাম বিভাগের ছয় জেলার সম্মেলন শেষ করতে চাই। আগামীকাল থেকে চট্টগ্রাম মহানগরসহ ছয় জেলায় সম্মেলন করার লক্ষ্যে কর্মযজ্ঞ শুরু হয়ে যাবে। প্রত্যেক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান থাকবেন। পাশাপাশি চট্টগ্রাম বিভাগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।
গতকাল চট্টগ্রাম মহানগর বিএনপির কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার, বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহসাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন, সহ-কর্মসংস্থান সম্পাদক ওয়াদুদ ভুইয়া, সাবেক হুইপ কক্সবাজারের সভাপতি শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ, সদস্যসচিব নাজিমুর রহমান, কক্সবাজারের সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না, ফেনীর সদস্যসচিব আলাউদ্দীন আলাল প্রমুখ।