ফরিদপুরের ভাঙ্গায় পুখুরিয়া রেলস্টেশনে রেল না থামানোয় গতকাল দ্বিতীয় দিনের মতো ট্রেন আটকে দিল এলাকাবাসী। এতে রাজশাহী থেকে ঢাকাগামী আন্তনগর মধুমতী এক্সপ্রেস পুখুরিয়া রেলস্টেশনে আধা ঘণ্টার বেশি সময় আটকে থাকে। এর আগে গত রবিবার শিক্ষার্থী ও এলাকাবাসীর উদ্যোগে একই রেল স্টেশনে একই দাবিতে বিক্ষোভ ও রেল অবরোধ করার ঘটনা ঘটেছে। এর পর সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধকারীরা অবরোধ তুলে নেন। স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ১৭ জানুয়ারি শুক্রবার রেল কর্তৃপক্ষ এক ঘোষণায় সারা দেশের দুটি স্টেশনে রবিবার (১৯ জানুয়ারি) থেকে আন্তনগর ট্রেন না থামার ঘোষণা দেয়। এর মধ্যে ভাঙ্গার পুখুরিয়া রেল স্টেশন রয়েছে। সেই হিসেবে মধুমতী এক্সপ্রেস ১৯ জানুয়ারি রবিবার থেকে ভাঙ্গার পুখুরিয়া রেল স্টেশনে থামছে না। এ ঘোষণার পর বিক্ষুব্ধ হয়ে ওঠেন এলাকাবাসী। তারা প্রথম দিনেই দাবি আদায়ের জন্য আন্দোলনের ঘোষণা দেন। এলাকাবাসীর সঙ্গে একাত্ম ঘোষণা করেন পুখুরিয়া রেল স্টেশনের পার্শ্ববর্তী ব্রাহ্মণকান্দা আবদুস শরীফ একাডেমির শিক্ষার্র্থীরা। তারা গত রবিবার পুখুরিয়া স্টেশনে রাজশাহী থেকে ঢাকাগামী মধুমতী এক্সপ্রেস আটকে দেয়। ট্রেনে থাকা কর্মকর্তারা পুনরায় মধুমতী এক্সপ্রেস পুখুরিয়া স্টেশনে থামার আশ্বাস দিলে অবরোধকারীরা ওই দিন অবরোধ প্রত্যাহার করেন। গত দুই দিনেও কর্তৃপক্ষ কোনো উদ্যোগ না নেওয়ায় গতকাল দ্বিতীয় দিনের মতো এলাকাবাসী ট্রেন আটকে দেন। তালমা ও পুখুরিয়া রেলস্টেশনের ইনচার্জ রকিবুল ইসলাম বলেন, গত শুক্রবার রেলপথ বিভাগ সারা দেশের দুটি স্টেশনে আন্তনগর ট্রেন না থামানোর সিদ্ধান্ত নেয়। এ অঞ্চলের মধ্যে পুখুরিয়া রেলস্টেশন একটি। গত ১৯ জানুয়ারি থেকে এ নির্দেশ কার্যকর হয়েছে। গত রবিবার ও সর্বশেষ বুধবার রাজশাহী থেকে ঢাকাগামী মধুমতী এক্সপ্রেস পুখুরিয়া স্টেশন এলাকায় এলে শত শত লোক অবরোধ করে। ট্রেনটি গতকাল দুপুর ১২টা ২৫ থেকে দুপুর ১টা পর্যন্ত আটকে রাখে এলাকাবাসী। পরে ভাঙ্গা উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে অবরোধকারীরা অবরোধ প্রত্যাহার করেন।
শিরোনাম
- বিমান সচিবের বাসা থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার
- সরকারের বরাদ্দের চাল এখনও পাননি কুতুবদিয়ার নিবন্ধিত জেলেরা
- আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার
- নোয়াখালীতে জমিসংক্রান্ত বিরোধে হামলায় আহত আট, আটক ১০
- মৌলভীবাজারে পুশইন হওয়া ১৫ বাংলাদেশিকে থানায় হস্তান্তর
- ‘শেখ মুজিবের করা কালো আইনের ১৯ ধারায় আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে’
- পারভেজ হত্যা মামলায় গ্রেফতার ফারিয়া রিমান্ডে
- কুঠিবাড়িতে রবীন্দ্র জন্মজয়ন্তী: দর্শনার্থীদের উপচে পড়া ভিড়, বর্ণিল আয়োজন
- ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির সভাপতি শ্যামল, সম্পাদক সিরাজ
- এফডব্লিউএ'র বর্ষসেরা পুরুষ ফুটবলার সালাহ
- ইউটিউবে নাহিদের ‘বাবার সাইকেল’
- ভারতে নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন দুই দেশের ক্রিকেট বোর্ড
- জাতীয় নির্বাচন যখনই হোক, তার আগে সংস্কার জরুরি : চরমোনাই পীর
- মাঠজুড়ে বোরো ধানের গন্ধে মাতোয়ারা কৃষক
- সৈয়দপুরে আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক
- তাপপ্রবাহের সতর্কবার্তা জারি, বাড়তে পারে তীব্রতা
- গরীব মানুষের জন্য নদীর চর এখন আশীর্বাদ
- ফ্লাইট সংক্রান্ত জরুরি ঘোষণা বাংলাদেশ বিমানের
- আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল
- নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম আপ বাংলাদেশের আত্মপ্রকাশ
যাত্রাবিরতি না দেওয়ায় ট্রেন আটকে দিল এলাকাবাসী
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর