আমের রাজ্য সাতক্ষীরা অঞ্চলের প্রতিটি গাছ এখন মুকুলে ভরা। পত্রপল্লব ভেদ করে গাছে গাছে উঁকি দিচ্ছে আমের মুকুল। হলুদ-সবুজে মিশে বর্ণিল সাজে প্রকৃতি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, আবহাওয়া অনুকূলে থাকায় এবার জেলায় আমের বাম্পার ফলন হবে। চলতি মৌসুমে ৯০০-১০০০ কোটি টাকার আম উৎপাদনের আশা করছেন তারা। ইউরোপ-আমেরিকাসহ বিভিন্ন দেশে রপ্তানি হবে ২০০ টন। একদিকে যেমন চাঙা হবে গ্রামীণ অর্থনীতি, অন্যদিকে বাড়বে বৈদেশিক মুদ্রা অর্জন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির উপপরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম জানান, সাতক্ষীরায় ১ হাজার ৩০০ জন নিবন্ধিত আম চাষি আছেন। আম্রপালি, রুপালি, গোলাপখাস, নিলমবরি, তোতাবরি, কালাপাহাড়, কাঁচামিঠা, সিন্দুরগুটি, হিমসাগর, গোবিন্দভোগ, লেংড়া ও হিমসাগর, ফজলি, খিরসরাইসহ প্রায় ৩০-৪০ প্রজাতির আম হয় এখানে। এ বছর ৪ হাজার ১৩৫ হেক্টর জমিতে আম চাষ হয়েছে, যা গত বারের তুলনায় বেশি। এবার উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬০ হাজার টন। ইউরোপ ও আমেরিকার বিভিন্ন বাজারে যাবে ২০০ টন আম। চাষিরা এখন পর্যন্ত বেশ খুশি। সাতক্ষীরার দেবহাটা, কালীগঞ্জ, শ্যামনগর, তালা, পাটকেলঘাটা, কলারোয়া, আশাশুনি ও সদর উপজেলার যেদিকে চোখ যাবে থোকায় থোকায় আমের মুকুল। বাড়ির আঙিনা থেকে প্রতিটি বাগান ও রাস্তার ধারে লাগানো গাছে আমের মুকুল ম ম গন্ধ ছড়াচ্ছে। বাগান পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। সাতক্ষীরা কৃষিবাড়ির পরিচালক তরুণ উদ্যোক্তা রাহাত রাজা জানান, এ বছর তিনি আড়াই বিঘা জমির আম বাগান লিজ নিয়ে মুকুল আসার আগে থেকে পরিচর্যা করছেন। বাগানে গত বছরের তুলনায় বেশি মুকুল এসেছে। আশা করছেন ফলনও বেশি পাবেন। তিনি বলেন, গত বছর বৈরী আবহাওয়া এবং ব্যাকটেরিয়াজনিত কারণে মুকুল থেকে গুটি ঝরে গেছে। আশানুরূপ ফলন পাওয়া যায়নি। ফলে তেমন লাভের মুখ দেখতে পারেননি। এবার তার বাগানে কোনো প্রাকৃতিক দুর্যোগ না এলে সব খরচ বাদ দিয়ে এক-দেড় লাখ টাকা লাভ করতে পারবেন। সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন জানান, এ বছর আম্রপালি, হিমসাগর, গোবিন্দভোগ, লেংড়াসহ ২০০ টন আম রপ্তানির কথা ভাবছে কৃষি বিভাগ। রাসয়নিক ও বিষমুক্ত আম উৎপাদন এবং পোকার আক্রমণ রোধে কৃষি বিভাগের পক্ষ চাষিদের নানা পরামর্শ দেওয়া হয়েছে।
শিরোনাম
- মিরাজের ঘূর্ণিতে তিনদিনেই জিতল বাংলাদেশ
- চিন্ময় দাসের জামিন স্থগিত
- প্রিপেইড গ্যাস মিটার নিয়ে প্রতারণা এড়াতে তিতাসের সতর্কবার্তা
- শিল্পীদের মেধাসম্পদ সংরক্ষণে কাজ করছে সরকার : শিল্প উপদেষ্টা
- সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদের বিরুদ্ধে দুদকের মামলা
- ১১৯তম প্রাইজ বন্ডের ড্র, প্রথম বিজয়ী নম্বর ০২৬৪২৫৫
- রাজধানীর উত্তরায় ঢাবির বাসে হামলা, গ্রেফতার ৫
- প্রথম আলোর বিরুদ্ধে মামলার আবেদনকারীকে হুমকির অভিযোগ
- এক ঠিকানায় মিলবে সব ‘নাগরিক সেবা’
- এনসিপি কোনো নির্বাচনি জোটে যাবে না : নাহিদ
- দেশে শ্রমিক সমাজ সবচেয়ে অবহেলিত : রিজভী
- কালকিনিতে হাতকড়াসহ পালানো আসামি গ্রেপ্তার
- চট্টগ্রামে দুই বন্ধুর ‘ইয়্যামেজিং’
- ১৪ পুলিশ সুপারকে বদলি
- শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় সাক্ষ্য দিলেন তিন চিকিৎসক
- ‘২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’, অডিওটি শেখ হাসিনার
- তরুণ প্রজন্মকে প্রকৃত রাজনীতি ও সমাজ ব্যবস্থায় ফিরতে হবে: এ্যানি
- আইন মন্ত্রণালয় দ্রুত সময়ে মতামত না দেওয়ায় ইশরাকের গেজেট প্রকাশ ইসির
- চিন্ময় দাসের জামিন হাইকোর্টে
- ‘পাল্টা শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দর-কষাকষি করব, তাদের চটাব না’
অষ্টম কলাম
আম বিপ্লবের আশা সাতক্ষীরায়
সাতক্ষীরা প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর