কাগুজে কোম্পানির নামে ২০ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বেলা সোয়া ৩টায় রাজধানীর সেগুনবাগিচায় সংস্থাটির প্রধান কার্যালয়ে নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন। তিনি বলেন, পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে ২০ কোটি টাকা ঋণ গ্রহণ করে ইম্পেরিয়াল ট্রেডিং, ক্ল্যাসিক ট্রেডিং ও মডেল ট্রেডিং নামে নামসর্বস্ব কাগুজে প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তর করা হয়। এরপর ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড থেকে নেওয়া আরামিট সিমেন্ট লিমিটেডের ২০ কোটি টাকার দায় শোধ করে দণ্ডবিধি, ১৮৬০-এর ৪০৯/৪২০/১০৯ ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪ (২), (৩) ধারা ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অপরাধ করায় তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলার আসামিরা হলেন সাইফুজ্জামান চৌধুরী, তাঁর স্ত্রী রুকমিলা জামান, ইউসিবি ব্যাংকের সাবেক পরিচালক শাহ আলম, সাবেক ভাইস চেয়ারম্যান বজল আহমেদ বাবুল, সাবেক পরিচালক রোকসানা জামান চৌধুরী, সাবেক পরিচালক বশির আহমেদ, সাবেক পরিচালক নুরুল ইসলাম চৌধুরী, সাবেক পরিচালক সৈয়দ কামরুজ্জামান, সাবেক পরিচালক তৌহিদ সিপার রফিকুজ্জামান, সাবেক চেয়ারম্যান এম এ সবুর, সাবেক পরিচালক হাজি আবু কালাম, সাবেক পরিচালক ইউনুছ আহমদ, সাবেক পরিচালক আফরোজা জামান, সাবেক পরিচালক জোনাইদ শফিক, সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শওকত জামিল, জাহাঙ্গীর আলম (স্বত্বাধিকারী, ক্ল্যাসিক ট্রেডিং), শেখ ফুরকানুল হক চৌধুরী (স্বত্বাধিকারী, ইমিনেন্ট ট্রেডিং), আবদুল আজীজ (স্বত্বাধিকারী, ইম্পেরিয়াল ট্রেডিং), মোহাম্মদ মিছাবাহুল আলম (স্বত্বাধিকারী, মডেল ট্রেডিং), ইউসিবি ব্যাংকের খাতুনগঞ্জ শাখার প্রধান আরফানুল ইসলাম, সাবেক এফএভিপি ও ক্রেডিট ইনচার্জ মোহাম্মদ আনিছুল ইসলাম, সাবেক এফএভিপি ও ম্যানেজার অপারেশন আনিসুর রহমান এবং সাবেক সিনিয়র অফিসার মুনতাকা মুহাম্মদ সাইয়্যিদ।
শিরোনাম
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- পরিচয় গোপন করে চ্যাটের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপে
- ঢাকার বাতাস আজ কতটা বিষাক্ত?
- ট্রুডো–কেটি পেরি'র প্রেম নিয়ে সাবেক স্ত্রী সোফির খোলামেলা মন্তব্য
- মুশফিকের শততম টেস্ট উদযাপনে যেসব আয়োজন করেছে বিসিবি
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
প্রকাশ:
০০:০০, শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
আপডেট:
০২:২০, শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
কাগুজে কোম্পানির নামে ২০ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ
সাবেক ভূমিমন্ত্রীসহ ২৩ জনের নামে মামলা
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর