কাগুজে কোম্পানির নামে ২০ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বেলা সোয়া ৩টায় রাজধানীর সেগুনবাগিচায় সংস্থাটির প্রধান কার্যালয়ে নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন। তিনি বলেন, পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে ২০ কোটি টাকা ঋণ গ্রহণ করে ইম্পেরিয়াল ট্রেডিং, ক্ল্যাসিক ট্রেডিং ও মডেল ট্রেডিং নামে নামসর্বস্ব কাগুজে প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তর করা হয়। এরপর ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড থেকে নেওয়া আরামিট সিমেন্ট লিমিটেডের ২০ কোটি টাকার দায় শোধ করে দণ্ডবিধি, ১৮৬০-এর ৪০৯/৪২০/১০৯ ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪ (২), (৩) ধারা ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অপরাধ করায় তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলার আসামিরা হলেন সাইফুজ্জামান চৌধুরী, তাঁর স্ত্রী রুকমিলা জামান, ইউসিবি ব্যাংকের সাবেক পরিচালক শাহ আলম, সাবেক ভাইস চেয়ারম্যান বজল আহমেদ বাবুল, সাবেক পরিচালক রোকসানা জামান চৌধুরী, সাবেক পরিচালক বশির আহমেদ, সাবেক পরিচালক নুরুল ইসলাম চৌধুরী, সাবেক পরিচালক সৈয়দ কামরুজ্জামান, সাবেক পরিচালক তৌহিদ সিপার রফিকুজ্জামান, সাবেক চেয়ারম্যান এম এ সবুর, সাবেক পরিচালক হাজি আবু কালাম, সাবেক পরিচালক ইউনুছ আহমদ, সাবেক পরিচালক আফরোজা জামান, সাবেক পরিচালক জোনাইদ শফিক, সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শওকত জামিল, জাহাঙ্গীর আলম (স্বত্বাধিকারী, ক্ল্যাসিক ট্রেডিং), শেখ ফুরকানুল হক চৌধুরী (স্বত্বাধিকারী, ইমিনেন্ট ট্রেডিং), আবদুল আজীজ (স্বত্বাধিকারী, ইম্পেরিয়াল ট্রেডিং), মোহাম্মদ মিছাবাহুল আলম (স্বত্বাধিকারী, মডেল ট্রেডিং), ইউসিবি ব্যাংকের খাতুনগঞ্জ শাখার প্রধান আরফানুল ইসলাম, সাবেক এফএভিপি ও ক্রেডিট ইনচার্জ মোহাম্মদ আনিছুল ইসলাম, সাবেক এফএভিপি ও ম্যানেজার অপারেশন আনিসুর রহমান এবং সাবেক সিনিয়র অফিসার মুনতাকা মুহাম্মদ সাইয়্যিদ।
শিরোনাম
- শততম টেস্টে শতক হাঁকালেন মুশফিক
- প্রথম মরক্কান হিসেবে আফ্রিকার বর্ষসেরা হাকিমি
- ভারতকে হারিয়ে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগুলো বাংলাদেশে
- ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
- জাতীয় পুনর্জাগরণের নেতা
- চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের
- তত্ত্বাবধায়ক ফেরা প্রশ্নে আপিলের রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
প্রকাশ:
০০:০০, শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
আপডেট:
০২:২০, শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
কাগুজে কোম্পানির নামে ২০ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ
সাবেক ভূমিমন্ত্রীসহ ২৩ জনের নামে মামলা
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর