অব্যাহতে দরপতনে শেয়ারবাজারে কমছে সূচক ও লেনদেন। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল চলতি বছরে সর্বনিম্ন লেনদেনের ঘটনা ঘটেছে। একই সঙ্গে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। পাশাপাশি কমেছে সবকটি মূল্যসূচক। অন্যদিকে শেয়ারবাজারে অব্যাহত দরপতনের কারণে ক্ষুব্ধ বিনিয়োগকারীরা গতকাল রাজধানীর মতিঝিলে এবং সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) সামনে বিক্ষোভ করেন। এসব বিক্ষোভ থেকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদকে অপসারণ ও তার দুর্নীতি অনুসন্ধান করার দাবি জানান বিনিয়োগকারীরা।
সপ্তাহের তৃতীয় দিনে গতকালের লেনদেনে সব খাত মিলে ডিএসইতে ১৩৬টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ২১১টির। আর ৫০টির দাম অপরিবর্তিত রয়েছে। ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১৭ পয়েন্ট কমে ৪ হাজার ৯৩৫ পয়েন্টে দাঁড়িয়েছে। সবকটি মূল্যসূচক কমার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও কমেছে। বাজারটিতে লেনদেন হয়েছে ২৯১ কোটি ৭ লাখ টাকা। আগের দিন মঙ্গলবার লেনদেন হয় ৪৫৩ কোটি ৭৯ লাখ টাকা। এর মাধ্যমে গত বছর ২৬ ডিসেম্বরের পর বাজারটিতে সবচেয়ে কম লেনদেন হলো। লেনদেনের শীর্ষে ছিল ব্র্যাক ব্যাংকের শেয়ার। কোম্পানিটির ২৬ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে বিচ হ্যাচারির শেয়ার লেনদেন হয়েছে ১৩ কোটি ৫৪ টাকার। ১১ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে লাভেলো আইসক্রিম।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমার পাশাপাশি কমেছে সবকটি মূল্যসূচক। সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ৩০ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২০০ প্রতিষ্ঠানের মধ্যে ৭১টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৯৭টির এবং ৩২টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১০ কোটি ৯৯ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৯ কোটি ২২ লাখ টাকা।