নড়াইলে মোগল আমলের নিদর্শনগুলোর মধ্যে অন্যতম শাহ দেওয়ান ফয়জুল্লাহ (রহ.) নামে নারী ও পুরুষের জন্য নির্মিত পৃথক দুটি মসজিদ কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। নড়াইল-লোহাগড়া আঞ্চলিক মহাসড়ক থেকে প্রায় ১৮০ মিটার উত্তরে এ মসজিদ দুটি ১৮ শতাব্দীর শুরুর দিকে নির্মিত। ইতিহাসবিদদের মতে এ মসজিদের বয়স ৩০০ বছরের বেশি। স্থাপত্যরীতিতে মোগল ভাবধারার ছাপ স্পষ্ট। মসজিদটি দেখতে দূরদূরান্ত থেকে মানুষ ছুটে আসেন। স্থানীয় সূত্রে জানা গেছে, হজরত শাহ দেওয়ান ফয়জুল্লাহ (রহ.) মতান্তরে ফজু দেওয়ান ছিলেন নবাব মুর্শিদকুলি খানের সুবাদারের অধীন একজন দেওয়ান। ধারণা করা হয়, খ্রিস্টীয় ১৮ শতকের গোড়ার দিকে কোনো একসময় এ সুফি রাজকর্ম ত্যাগ করে নড়াইলের লোহাগড়া উপজেলার রামপুরা গ্রামে ধর্মীয় সাধনায় নিজেকে আত্মনিয়োগ করেন। তিনি ধর্ম প্রচারের পাশাপাশি এ এলাকায় একাধিক মসজিদ নির্মাণ ও দিঘি খনন করেন। বর্তমানে রামপুরা গ্রামে শাহ দেওয়ানের (রহ.) নারী ও পুরুষের জন্য নির্মিত পৃথক দুটি ছোট আকারের মসজিদ, মাজার, একটি পুকুর ও একটি দিঘি কালের সাক্ষী হিসেবে টিকে আছে। এক গম্বুজবিশিষ্ট মসজিদের মধ্যে একটি পুরুষের জন্য ও অন্যটি মহিলাদের জন্য নির্মাণ করা হয়েছিল। শাহ দেওয়ান ফয়জুল্লাহ (রহ.) তাঁর অর্জিত সব অর্থই ধর্মীয় কাজে ব্যয় করতেন। পুরুষের জন্য নির্মিত মসজিদটির দক্ষিণ পাশে শাহ দেওয়ান ফয়জুল্লাহ (রহ.) ও তাঁর মায়ের মাজার অবস্থিত। মসজিদটি বর্গাকার ভূমি পরিকল্পনায় নির্মিত। এর দৈর্ঘ্য ৪.৪৭ মিটার। ৬৫ সেমি পুরু দেয়ালগুলোর ওপর তৈরি এ মসজিদটি এখনো শক্তসমর্থ হয়ে দাঁড়িয়ে আছে। একমাত্র প্রবেশপথটি রয়েছে পূর্ব দেয়ালে। মসজিদটির অভ্যন্তরে পশ্চিম দেয়ালে একটি মিহরাব রয়েছে। মিহরাবটি আকারে ছোট ও অর্ধবৃত্তাকার। মসজিদটির ওপরে অলংকৃত ফিনিয়ালসহ গোলাকার গম্বুজ রয়েছে। গম্বুজটির নিচের অংশের কর্ণাভরণে জ্যামিতিক নকশার অলংকরণ রয়েছে। মহিলাদের জন্য নির্মিত মসজিদটি পুরুষের মসজিদ থেকে প্রায় ৩০ মিটার দক্ষিণ পাশে অবস্থিত। বর্গাকার ভূমি পরিকল্পনায় নির্মিত এ মসজিদটির দৈর্ঘ্য ২.৯৫ মিটার। এটির দেয়াল ৫৮ সেমি পুরু। মসজিদটির উত্তর ও দক্ষিণ দেয়ালে একটি করে অর্ধবৃত্তাকার খিলানের জানালা রয়েছে। একমাত্র প্রবেশপথটি রয়েছে পূর্ব দেয়ালে। ধর্মীয় অনুভূতি, প্রাচীন ঐতিহ্য ও সুনিপুণ স্থাপত্যশৈলীমি ত মসজিদ দুটি বর্তমানে জেলার অন্যতম নিদর্শন। পুনরায় সংস্কার করে মসজিদ দুটি চালুর দাবি এলাকাবাসীর। লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু রিয়াদ জানান, ‘মসজিদ দুটি জেলার অন্যতম প্রাচীন নিদর্শন। সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংস্কারে উদ্যোগ নেওয়া হবে।’
শিরোনাম
- পুতিনের সঙ্গে ‘বন্ধুত্ব’ নিয়ে মোদিকে সতর্ক করলেন কাসপারভ
- লাউয়াছড়ায় বেড়েই চলেছে গাড়িচাপায় বন্যপ্রাণীর মৃত্যু
- জার্মানির বর্ষসেরার ফুটবলার ভিয়েৎস
- মৌসুমি বায়ুর প্রভাবে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
- যুক্তরাষ্ট্রে সাউথওয়েস্টের ৭৫০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে হাজারো যাত্রী
- রোমে আটকা বিমানের ড্রিমলাইনার, ২৬২ যাত্রী হোটেলে
- ইংল্যান্ড দলে ফেরা নিয়ে সংশয়ে বেয়ারস্টো
- সুদানে এক সপ্তাহে অপুষ্টিতে ৬৩ জনের মৃত্যু, অধিকাংশই নারী-শিশু
- টরন্টো চলচ্চিত্র উৎসবে নির্বাচিত ‘আলী’
- তুরস্কে ভূমিকম্পে ধসে পড়েছে ১৬টি ভবন, নিহত ১
- রাজধানীর ছয় থানার বিভিন্ন স্থানে পুলিশি অভিযানে গ্রেফতার ৪৬
- ভোলায় তারেক রহমানের ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ
- পিবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
- ডাকাতি মামলায় যুবদল নেতাসহ ১০ জনের কারাদণ্ড
- রাজধানীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
- সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া
- প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরে গুরুত্ব পাবে অভিবাসন ও বিনিয়োগ
- শাহজালালে যাত্রী চলাচল নির্বিঘ্ন রাখতে ৫ নির্দেশনা
- সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই অত্যন্ত জরুরি : খুবি উপ-উপাচার্য
- দক্ষিণ কোরিয়ায় কমছে পুরুষ, সংকুচিত হচ্ছে সামরিক বাহিনী
মোগল আমলের মসজিদ
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর