ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘পাকিস্তান কখনোই ভারতের সঙ্গে সরাসরি লড়াইয়ে যুদ্ধে জিততে পারবে না। যখনই সরাসরি যুদ্ধ হয় তখনই বারবার মুখ থুবড়ে পড়ে। এজন্য ভারতের বিরুদ্ধে যুদ্ধে পাকিস্তান সব সময় সন্ত্রাসবাদকে হাতিয়ার করে আসছে এবং ভারত স্বাধীন হওয়ার পর থেকে কয়েক দশক ধরে এটাই চলে আসছে।’ তিনি পাকিস্তানকে ইঙ্গিত করে বলেন, ‘সিঁদুর মুছতে চেয়েছিল যারা, তাদের মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে।’ জম্মু-কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জনের মৃত্যুর ঘটনায় নিন্দা জানিয়ে গতকাল পাকিস্তানকে ইঙ্গিত করে এসব মন্তব্য করেন ভারতের প্রধানমন্ত্রী। মোদি উল্লেখ করেন, এখন ভারত মাতার সেবক হিসেবে মোদি রয়েছে। এখানে বুক ফুলিয়ে দাঁড়িয়ে রয়েছে। মোদির মাথা ঠান্ডা আছে এবং ঠান্ডাই থাকে। কিন্তু তার রক্ত খুবই গরম।
মোদির শিরায় শিরায় এখন রক্ত নয়, গরম সিঁদুর বইছে। ভারতের রাজস্থানের বিকানিরের জনসভা থেকে তিনি আরও বলেন, ভারতীয় সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছিল। তিনটি বাহিনী একসঙ্গে এমন এক চক্রব্যূহ তৈরি করেছিল যাতে পাকিস্তানকে নতজানু হতে বাধ্য করা হয়েছিল। ২২ এপ্রিলের ঘটনার জবাব দিতে মাত্র ২২ মিনিট সময় নেওয়া হয়েছিল। এ সময় সব জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দেওয়া হয়। মোদি বলেন ‘উন্নত ভারত গড়তে হলে উন্নয়ন এবং সুরক্ষা দুটোই খুব জরুরি। এটা তখনই সম্ভব যখন ভারতের প্রতিটি কোণ মজবুত হবে।’