সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২০৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে। গত বৃহস্পতিবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এসব রোগীর মধ্যে সবচেয়ে বেশি ১০১ জন আক্রান্ত হয়েছে বরিশাল বিভাগে। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০১ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৮ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) পাঁচজন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০ জন রয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ২৫৪ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। চলতি বছর ছাড়পত্র পেয়েছে ১০ হাজার ৩৩৬ জন। পাশাপাশি ৪ জুলাই পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১১ হাজার ৬৬০ জন এবং মৃত্যু হয়েছে ৪৫ জনের।
করোনায় আক্রান্ত আরও ৮ : দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও আটজন। তবে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। গতকাল স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
চলতি বছর মোট করোনা আক্রান্ত হয়েছেন ৬১৭ জন এবং এ যাবত দেশে মোট করোনা আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৫২ হাজার ১৬২ জন। গত ২৪ ঘণ্টায় মোট ২১৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত ১ কোটি ৫৭ লাখ ৩৩ হাজার ১৫ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। চলতি বছরে মোট করোনায় ২৩ জনের মৃত্যু হয়েছে। দেশে এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫২২ জনের।
গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার তিন দশমিক ৬৭ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের হার মোট ১৩ দশমিক শূন্য চার শতাংশ। সুস্থতার হার ৯৮ দশমিক ৪১ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।