এলিট ফোর্স র্যাবের তিনটি গুরুত্বপূর্ণ ইউনিটে রদবদল হচ্ছে। গোয়েন্দা শাখা, অপারেশন উইং এবং র্যাব-১ ব্যাটালিয়নের নেতৃত্বে আসছেন নতুন মুখ। সম্প্রতি র্যাব মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি এম শহিদুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এই পরিবর্তন হয়। সংশ্লিষ্টরা বলছেন, বাহিনীর গতিশীলতা বাড়াতে এবং জবাবদিহিতা নিশ্চিতে নতুন করে সাজানো হচ্ছে এই এলিট ফোর্সকে। ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের সময়ে নানা অপকর্মে জর্জরিত এই বাহিনীর অনেক কর্মকর্তাকে মাতৃবাহিনীতে ফেরত এবং নতুন কর্মকর্তাদের পদায়নকে ইতিবাচক বলছেন তারা।
র্যাব-১ ব্যাটালিয়নের অধিনায়কের দায়িত্ব পাচ্ছেন লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান। বর্তমানে তিনি র্যাব সদর দপ্তরের অপারেশন উইংয়ের পরিচালক। এর আগে তিনি সিলেটের র্যাব-৯ ব্যাটালিয়নের অধিনায়ক এবং আইন ও গণমাধ্যম শাখার পরিচালক ছিলেন। অপারেশন উইংয়ের নতুন পরিচালক হচ্ছেন র্যাব-১-এর বর্তমান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল করিম। দীর্ঘদিন শূন্য থাকা র্যাবের গোয়েন্দা শাখার পরিচালকের দায়িত্ব পাচ্ছেন র্যাব-১৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জয়নুল আবেদীন। ৫৬ লং কোর্সের এই কর্মকর্তা চলতি বছরের এপ্রিলে তিনি রংপুরের র্যাব-১৩-তে যোগ দেন। তবে গত বছরের নভেম্বর থেকে র্যাবের এই গুরুত্বপূর্ণ পদটি খালি ছিল।