দেশের তিন সীমান্ত দিয়ে ১৯ হিজড়াসহ ৩৮ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এর মধ্যে নেত্রকোনা সীমান্ত দিয়ে ২১, লালমনিরহাট দিয়ে ১০ ও জামালপুর সীমান্ত দিয়ে সাতজনকে পুশইন করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবর-
নেত্রকোনা : দুর্গাপুর উপজেলার বিজয়পুর সীমান্ত দিয়ে গতকাল সকালে ১৯ হিজড়াসহ ২১ জনকে পুশইন করে বিএসএফ। পরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাদের আটক করেন। আইনি প্রক্রিয়া শেষে তাদের দুর্গাপুর থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক এ এস এম কামরুজ্জামান।
আটক ব্যক্তিরা হলেন ঢাকার নবাবগঞ্জের হৃদয় (২৮), কেরানীগঞ্জের মোহন (২২), হান্নান (৩০), রুহুল আমিন (২২), আল আমিন (৩৫) ও ছোঁয়া মজুমদার (২৩), নারায়ণগঞ্জের পারায়নান্ড এলাকার ঝিনুক (২৩) ও মদনগঞ্জ থানার সঞ্জনা (২৪), গোয়ালন্দ থানার ফারিয়া (২১) ও সিদ্ধিরগঞ্জের মুনমুন (৩৫), ঢাকার কামরাঙ্গীর চরের মো. অন্তর (২৬), খিলগাঁও এলাকার রিয়া (৩০), ভান্ডারিয়া উপজেলার আরোহী (২০), সাভারের নেহা (২৯), চট্টগ্রামের হাটহাজারী থানার লিটন (৩৪), পটুয়াখালীর উত্তর বাদুড়িয়া গ্রামের মণি (২১), মৌলভীবাজারের আলম (৩০), জামালপুরের ফয়সাল (২০), টাঙ্গাইলের গোপালপুর থানার পূজা (৩৮) ও কাউসার (২৭) এবং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার রূপসী (৩২)।
লালমনিরহাট : আদিতমারী উপজেলার দুর্গাপুর সীমান্ত দিয়ে বুধবার মধ্যরাতে নারী-শিশুসহ ১০ জনকে পুশইন করা হয়েছে। তাদের আটকের পর পুশইনের ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বিজিবি। এ নিয়ে ষষ্ঠবারের মতো পুশইনের ঘটনা ঘটল লালমনিরহাট সীমান্তে।
জানা গেছে, গতকাল সকালে পুশইন হওয়াদের দেখতে পেয়ে বিজিবিকে জানান স্থানীয়রা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বাসিন্দা দাবি করেন। তাদের ভারতের হরিয়ানা রাজ্য থেকে ধরে এনে সীমান্ত পার করে দেয় বিএসএফ।
জামালপুর : বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর সীমান্ত দিয়ে গতকাল ভোরে চার নারীসহ সাতজনকে পুশইন করেছে বিএসএফ। পরে সকালে তাদের আটক করে থানায় সোপর্দ করেন স্থানীয় লোকজন। স্থানীয় ইউপি সদস্য মোতালেব মিয়া জানান, ‘গতকাল ভোরে ভারত থেকে সাতজনকে পুশইন করার খবর পেয়ে আমরা তাদের আটক করি। তারা তিন-চার বছর আগে অবৈধ পথে ভারতে প্রবেশ করেছিলেন। বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদ জানান, কামালপুর সীমান্তে পুশইন হওয়া সাতজনকে থানায় সোপর্দ করেছেন স্থানীয় লোকজন।