সিলেট ও সুনামগঞ্জের চারটি সীমান্ত এলাকা দিয়ে ৫৫ জনকে ‘পুশইন’ করেছে বিএসএফ। গতকাল ভোর রাত ৪টা থেকে বেলা পৌনে ১টার মধ্যে তাদের পুশইন করা হয়। বাংলাদেশে ঠেলে পাঠানোর পর বিএসএফ তাদের আটক করেছে।
বিজিবি জানায়, গতকাল সিলেটের কালাইরাগ সীমান্ত দিয়ে ৭ পরিবারের ১৯ জন, শ্রীপুর সীমান্ত দিয়ে ৯ পরিবারের ১৩ জন, তামাবিলের নলজুরি সীমান্ত দিয়ে ১ পরিবারের দুজন ও সুনামগঞ্জের নোয়াকোট সীমান্ত দিয়ে ৮ পরিবারের ২১ জনকে পুশইন করে বিএসএফ। বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশের পরই তাদের আটক করে বিজিবি।
বিজিবি জানায়, আটকদের মধ্যে ১২ জন পুরুষ, ৩৩ জন নারী ও ১০ জন শিশু রয়েছে। জেলাভিত্তিক তথ্য অনুযায়ী, এদের মধ্যে নড়াইলের ২৩ জন, যশোরের ১২ জন, সাতক্ষীরার ১০ জন, সিলেটের ৪ জন, বরিশালের ২ জন, কুষ্টিয়া, খুলনা, হবিগঞ্জ ও নরসিংদী জেলার একজন করে রয়েছেন।
বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, ‘বিএসএফ কর্তৃক সীমান্তে পুশইনের ঘটনাগুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। আমরা নিয়মিত টহলের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছি এবং আটক ব্যক্তিদের যাচাইবাছাই শেষে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। পুশইনের ঘটনায় ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বিএসএফের কাছে জোরালো প্রতিবাদলিপি প্রেরণ করা হয়েছে।’