রাজশাহীর মিঠা পানের খ্যাতি দেশজুড়ে। সারা দেশে খিলি পানের দাম বেড়ে দ্বিগুণ হলেও মোকামগুলোতে পানের দামে ধস নেমেছে। বর্তমানে পানির দামে বিক্রি হচ্ছে পান। এতে দিশাহারা হয়ে পড়েছেন চাষিরা। রপ্তানি জটিলতা ও সিন্ডিকেটের কারণে এমন হয়েছে বলে মনে করছেন চাষিরা। তারা বলছেন, সারা দেশের মধ্যে শুধু রাজশাহীতেই মিঠা পান উৎপাদন হয়। এ পানের বড় বাজার ছিল মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ। কিন্তু নানা জটিলতায় পান রপ্তানি হচ্ছে না। ব্যাপারীদের সিন্ডিকেটের কবলে পড়ে এমন হয়েছে বলে মনে করছেন অনেকে। অন্যদিকে কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মকর্তারা বলছেন, চলতি মৌসুমে রাজশাহীতে পানের ফলন ভালো হওয়ায় উৎপাদন বেড়ে দ্বিগুণ হয়েছে। অভ্যন্তরীণ চাহিদার তুলনায় উৎপাদন বেশি হওয়ায় পানের দাম কমে গেছে। বিদেশে রপ্তানি বাড়াতে পারলে পানের ন্যায্যমূল্য পেত চাষিরা। কৃষি সম্প্রসারণ বিভাগের তথ্য মতে, রাজশাহীতে বর্তমানে ৫ হাজার ২৮৮ হেক্টর জমিতে পান চাষ হয়। ২০১৮ সালে যার পরিমাণ ছিল ২ হাজার ৫৯৮ হেক্টর। বর্তমানে ৪৪ হাজার ৮৭৬টি পান বরজ রয়েছে। এখান থেকে বার্ষিক পান উৎপাদনের পরিমাণ ৮০ হাজার ৪৫৬ টন। জেলায় তালিকাভুক্ত পান চাষির সংখ্যা ৫৫ হাজার ৭৮০ জন। রাজশাহীর দুর্গাপুর, পবা, মোহনপুর ও বাগমারা এলাকায় শত বছর ধরে পান চাষ হয়ে আসছে। পান বেচাকেনা ও চালানের জন্য ২০টি হাট ও চারটি বড় মোকাম আছে। এর মধ্যে বাগমারার তাহেরপুর, মোহনপুরের মৌগাছি ও কেশরহাট এবং দুর্গাপুরের আলীপুর মোকাম থেকে পান চালান হয় সারা দেশে। এসব হাট ও মোকামে দৈনিক ৬-৭ কোটি টাকার পান বিক্রি হয়। মোহনপুর উপজেলার আলাইপুর বিদিনপুর গ্রামের পান চাষি মোফাজ্জল হোসেন জানান, সারা বছরই বরজ থেকে পান পাওয়া যায়। গত এপ্রিলে এক বিড়া (৬৪টি) পানপাতার দাম ছিল ১২০-১৩০ টাকা। জুনে বিক্রি হয়েছে ৫০-৬০ টাকায়। আর চলতি মাসে তা বিক্রি হচ্ছে ২৫-৩০ টাকায়। হাটে পান বিক্রি করে চাষিরা কিছুই নিয়ে যেতে পারছে না। দুর্গাপুরের পানচাষি আলাউদ্দিন মোল্লাহ বলেন, ‘দেড় বিঘার পান বরজ থেকে বছরে দেড় লাখ টাকা আয় হতো। তাতেই সংসার চলে যেত। কিন্তু এবার পান বেচে শ্রমিক খরচই উঠছে না।’ দুর্গাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা টিপু সুলতান বলেন, ‘পানের দামের ওঠা-নামা স্বাভাবিক হলেও এ বছর দামটা বেশ কম। উৎপাদন বেশি হওয়ায় দামে নেতিবাচক প্রভাব পড়েছে।’ মোহনপুর উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, ‘রপ্তানি বাড়লে পান চাষিরা উপকৃত হবেন। চাষিদের সুবিধার্থে মোহনপুরে একটি পান গবেষণা ইনস্টিটিউট করার প্রস্তাব করা হয়েছে।’
শিরোনাম
- ইন্দোনেশিয়ায় মাঝসমুদ্রে যাত্রীবাহী জাহাজে অগ্নিকাণ্ড, নিহত অন্তত ৫
- হ্যাটট্রিক হারে বিদায় জিম্বাবুয়ের, ফাইনালে দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড
- যুবককে আটকে বুথ থেকে সাড়ে ৬ লাখ টাকা তুলে নেওয়ার অভিযোগ
- লিবিয়া থেকে দেশে ফেরার জন্য ২ হাজার বাংলাদেশির নিবন্ধন
- জুলাই শহীদরা জানতো না, তাদের আত্মত্যাগে কারো মাঝে ক্ষমতার লোভ জাগবে : ইশরাক
- পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ
- টি-টোয়েন্টিতে রেকর্ড গড়লেন মুস্তাফিজ
- উল্লাপাড়ায় আদর্শ গ্রামে অগ্নিকাণ্ডে ১০ ঘর ভস্মীভূত
- কক্সবাজারে বিক্ষোভ মিছিলে বক্তব্যের পর বিএনপি নেতার মৃত্যু
- বিতর্কের মুখে শিশু হাসপাতালের ৬৫ চিকিৎসকের নিয়োগ বাতিল
- কুমিল্লা বোর্ডে এইচএসসির স্থগিত পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- ছাত্রলীগের ৪২১ নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে জবি ছাত্রদলের স্মারকলিপি
- রাজৈরে মাদ্রাসাছাত্রী লামিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
- পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলন
- বাগেরহাটে শহীদদের স্মরণে বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি
- নির্বাচন ফেব্রুয়ারিতে হতেই হবে : সেলিমা রহমান
- রাজধানীতে মা-মেয়েকে হত্যা : দুই আসামির মৃত্যুদণ্ড
- ২০২৬ সালের এসএসসি-এইচএসসি নিয়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজে ধারাভাষ্য দেবেন যারা
- হাসিনাসহ ১০০ জনের দুর্নীতির ছয় মামলা বিচারের জন্য প্রস্তুত
পানির দামে বিক্রি হচ্ছে রাজশাহীর মিঠা পান
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর