রাজশাহীর মিঠা পানের খ্যাতি দেশজুড়ে। সারা দেশে খিলি পানের দাম বেড়ে দ্বিগুণ হলেও মোকামগুলোতে পানের দামে ধস নেমেছে। বর্তমানে পানির দামে বিক্রি হচ্ছে পান। এতে দিশাহারা হয়ে পড়েছেন চাষিরা। রপ্তানি জটিলতা ও সিন্ডিকেটের কারণে এমন হয়েছে বলে মনে করছেন চাষিরা। তারা বলছেন, সারা দেশের মধ্যে শুধু রাজশাহীতেই মিঠা পান উৎপাদন হয়। এ পানের বড় বাজার ছিল মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ। কিন্তু নানা জটিলতায় পান রপ্তানি হচ্ছে না। ব্যাপারীদের সিন্ডিকেটের কবলে পড়ে এমন হয়েছে বলে মনে করছেন অনেকে। অন্যদিকে কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মকর্তারা বলছেন, চলতি মৌসুমে রাজশাহীতে পানের ফলন ভালো হওয়ায় উৎপাদন বেড়ে দ্বিগুণ হয়েছে। অভ্যন্তরীণ চাহিদার তুলনায় উৎপাদন বেশি হওয়ায় পানের দাম কমে গেছে। বিদেশে রপ্তানি বাড়াতে পারলে পানের ন্যায্যমূল্য পেত চাষিরা। কৃষি সম্প্রসারণ বিভাগের তথ্য মতে, রাজশাহীতে বর্তমানে ৫ হাজার ২৮৮ হেক্টর জমিতে পান চাষ হয়। ২০১৮ সালে যার পরিমাণ ছিল ২ হাজার ৫৯৮ হেক্টর। বর্তমানে ৪৪ হাজার ৮৭৬টি পান বরজ রয়েছে। এখান থেকে বার্ষিক পান উৎপাদনের পরিমাণ ৮০ হাজার ৪৫৬ টন। জেলায় তালিকাভুক্ত পান চাষির সংখ্যা ৫৫ হাজার ৭৮০ জন। রাজশাহীর দুর্গাপুর, পবা, মোহনপুর ও বাগমারা এলাকায় শত বছর ধরে পান চাষ হয়ে আসছে। পান বেচাকেনা ও চালানের জন্য ২০টি হাট ও চারটি বড় মোকাম আছে। এর মধ্যে বাগমারার তাহেরপুর, মোহনপুরের মৌগাছি ও কেশরহাট এবং দুর্গাপুরের আলীপুর মোকাম থেকে পান চালান হয় সারা দেশে। এসব হাট ও মোকামে দৈনিক ৬-৭ কোটি টাকার পান বিক্রি হয়। মোহনপুর উপজেলার আলাইপুর বিদিনপুর গ্রামের পান চাষি মোফাজ্জল হোসেন জানান, সারা বছরই বরজ থেকে পান পাওয়া যায়। গত এপ্রিলে এক বিড়া (৬৪টি) পানপাতার দাম ছিল ১২০-১৩০ টাকা। জুনে বিক্রি হয়েছে ৫০-৬০ টাকায়। আর চলতি মাসে তা বিক্রি হচ্ছে ২৫-৩০ টাকায়। হাটে পান বিক্রি করে চাষিরা কিছুই নিয়ে যেতে পারছে না। দুর্গাপুরের পানচাষি আলাউদ্দিন মোল্লাহ বলেন, ‘দেড় বিঘার পান বরজ থেকে বছরে দেড় লাখ টাকা আয় হতো। তাতেই সংসার চলে যেত। কিন্তু এবার পান বেচে শ্রমিক খরচই উঠছে না।’ দুর্গাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা টিপু সুলতান বলেন, ‘পানের দামের ওঠা-নামা স্বাভাবিক হলেও এ বছর দামটা বেশ কম। উৎপাদন বেশি হওয়ায় দামে নেতিবাচক প্রভাব পড়েছে।’ মোহনপুর উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, ‘রপ্তানি বাড়লে পান চাষিরা উপকৃত হবেন। চাষিদের সুবিধার্থে মোহনপুরে একটি পান গবেষণা ইনস্টিটিউট করার প্রস্তাব করা হয়েছে।’
শিরোনাম
- নেত্রকোনার স্পিডবোটডুবি: দুই শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার
- কুয়েতে ভারতের নতুন রাষ্ট্রদূত পারমিতা ত্রিপাঠী
- রাস্তা অবরোধ বরদাশত করা হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
- জিম্মি মুক্তিতে একমাত্র বাধা নেতানিয়াহু, ভুক্তভোগীদের পরিবার
- বাংকার থেকে জেল, বিচ্ছেদ পেরিয়ে এবার রাষ্ট্রক্ষমতার দৌড়ে ‘লৌহমানবী’
- ইসরায়েলকে চ্যালেঞ্জ ছুড়ে গাজার পথে ছুটল জাহাজগুলো
- চুয়াডাঙ্গায় নতুন পুলিশ সুপার বাতিলের দাবিতে মানববন্ধন
- ৫ টন চাল, ৬০০ কেজি পেঁয়াজ, এক কড়াইয়ে রেকর্ড রান্না
- মেয়েকে কলেজে দিয়ে ফেরার পথে প্রাণ গেল বাবার
- ব্যারিস্টার ফুয়াদরা জানেন না কোথায় থামতে হবে : হামিম
- ডাকসুর প্রথম সভা অনুষ্ঠিত, সিনেট সদস্য হচ্ছেন ৫ ছাত্র প্রতিনিধি
- সৌদি, তুরস্ক ও ইরাকের জন্যও অপেক্ষা করছে ইসরায়েলি বোমা: সাবেক আইআরজিসি প্রধান
- ৬ বিভাগে অতিভারি বর্ষণের আভাস, পাহাড়ধসের শঙ্কা
- ফরিদপুরে রেল-সড়কপথ অবরোধ, আটকে গেছে ঢাকাগামী ট্রেন
- সরকার পরিবর্তনের ডাক দিয়ে যুক্তরাজ্যে নতুন ভোটের আহ্বান মাস্কের
- আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর অভিযান, টিটিপির ৩৫ সদস্য নিহত
- সৌদিতে এক সপ্তাহে ২১ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
- রাজধানীতে বৃষ্টিতে যানজটে ভোগান্তি
- পিকেএসএফ ভবন উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
- নেপালের পর্যটন খাত বিপর্যস্ত, ২ দিনে ক্ষতি ২৫০০ কোটি রুপি