খুলনায় মদ খেয়ে পাঁচজনের মৃত্যুর ঘটনায় মোসলেম আলী (৭৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার গভীর রাতে মহানগরীর রায়ের মহল থেকে তাকে আটক করা হয়।
হোমিও চিকিৎসক হিসেবে পরিচিত মোসলেম আলীর একটি দোকান রয়েছে, যার নাম ‘মাতৃশোধন হোমিও ফার্মেসি’।
মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মো. আবু তারেক জানান, মোসলেম আলী অ্যালকোলি নামের মাদক, ঘুমের ওষুধ ও চুনের পানি দিয়ে ঘরে মদ তৈরি করতেন। মদ তৈরির অভিযোগে আগে গ্রেপ্তার হলেও জামিনে মুক্তি পেয়ে আবার একই কাজে জড়িয়ে পড়েন। তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে তিনি অসুস্থ হয়ে পড়লে খুলনা মেডিকেলের প্রিজন সেলে ভর্তি করা হয়। প্রসঙ্গত, আড়ংঘাটা থানার পূর্ব বিল পাবলা মদিনানগর এলাকার একটি ঘেরে কয়েকজন মদ পান করে অসুস্থ হয়ে পড়লে খুলনা মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার রাতে তোতা মিয়া এবং শনিবার গৌতম, সাহাবুদ্দিন সাবু, আফরোজ হোসেন বাবু ও সাজ্জাদ মারা যান। এ ঘটনায় বয়রা দাশপাড়াার সনু গুরুতর অসুস্থ হয়ে খুলনা বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন।