নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে মোমেনা বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ছাড়া তিনজন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত ১৫ জন। গতকাল সকালে উপজেলার সায়দাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। মোমেনা সায়দাবাদের আক্তার হোসেনের স্ত্রী। গুলিবিদ্ধরা হলেন- একই গ্রামের মোতালিব মিয়ার ছেলে তাজু (৩৮), মৃত কালু মিয়ার ছেলে কফিল উদ্দিন (৫৫), আলম মিয়ার ছেলে রানা (২০)। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ ও স্থানীয়রা জানান, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে সায়দাবাদ গ্রামের হানিফ মাস্টার ও বালুরচরের এরশাদ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে। এর জেরে গতকাল ভোর ৫টার দিকে এরশাদ গ্রুপের সমর্থকরা টেঁটা, বল্লম, দেশি আগ্নেয়াস্ত্র ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে হানিফ সমর্থকদের ওপর হামলা চালায়। পরে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এতে চারজন গুলিবিদ্ধসহ অন্তত ১৬ জন আহত হন। এর মধ্যে গুলিবিদ্ধ মোমেনাকে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ খবর ছড়িয়ে পড়লে উত্তেজনা আরও বেড়ে যায়। পরে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিষয়টি নিশ্চিত করে রায়পুরা থানার ওসি (তদন্ত) প্রবীর ঘোষ বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।