জুলাইয়ের ফ্যাসিবাদবিরোধী শক্তিকে জাতীয় স্বার্থের জায়গায় যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। গতকাল দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।
ডা. শফিকুর রহমান বলেন, আমাদের মধ্যে দল ও মতের ভিন্নতা থাকবে। এই ভিন্নতা নিয়েই আমাদের ফ্যাসিবাদের বিরুদ্ধে, জাতীয় স্বার্থবিরোধী সব কর্মকাণ্ডের বিরুদ্ধে, সমাজের শৃঙ্খলা বিনষ্টকারী অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই। তাই দলমত, জাতি-ধর্ম নির্বিশেষে আমাদের নিবিড় জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। আমাদের অবস্থান থেকে আমরা সব সময় প্রস্তুত। দলীয় সহকর্মীদের প্রতি অনুরোধ জানিয়ে জামায়াত আমির বলেন, আমরা যেভাবে ধৈর্যের পরিচয় দিয়ে আসছি, সেভাবেই এই ধৈর্য অব্যাহত রাখতে হবে। আমরা কারো পাতা ফাঁদে পা দেব না। জাতীয় স্বার্থবিরোধীদের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। ছাত্র, শ্রমিক ও আপামর জনতার ঐক্য অটুট থাকুক। সবাই মিলেই আমরা আগামী প্রজন্মের প্রত্যাশা পূরণের ক্ষেত্র তৈরি করব। আমাদের নিজস্ব প্রতিবেদক (সিলেট) জানান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান গতকাল বিকালে বিয়ানীবাজারে জামায়াতের সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় বলেন, ‘দেশকে সুশৃঙ্খল অবস্থায় আনতে হলে আমাদের একটা কার্যকর নির্বাচন লাগবে। সেই নির্বাচন আমরা আশা করছি আগামী বছরের প্রথম দিকে অনুষ্ঠিত হবে। তবে অতীতের মতো বস্তাপচা নির্বাচন আমরা চাই না। এমন নির্বাচন আমরা মেনেও নেব না। নির্বাচন হতে হবে স্বচ্ছ। এ নির্বাচন হতে হবে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ডের ওপরে। প্রশাসনকে নিরপেক্ষ করতে হবে। কোনো মাস্তানতন্ত্র চলবে না। এগুলো মেনেই আগামী বছরের প্রথম দিকে নির্বাচন দিতে হবে। নির্বাচন বিলম্বিত হলে দেশে জটিলতা সৃষ্টি হবে সেটা আমাদের জানা আছে। কিন্তু আমরা কোনো প্রি ম্যাচিউড ডেলিভারি চাচ্ছি না। আমরা প্রি ম্যাচিউড বাচ্চার মতো কোনো দুর্বল নির্বাচন বা গণতন্ত্র চাই না। আমরা গণতন্ত্র ও নির্বাচনকে মজবুত পিলারের ওপর দেখতে চাই।’ বিয়ানীবাজার উপজেলা জামায়াতের আমির মাওলানা ফয়জুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি আবুল কাশেম ও পৌর আমির কাজী জমির হোসাইনের পরিচালনায় সমাবেশে বিশেষ অথিতির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের।
সিলেট-৬ নির্বাচনি আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, জেলা আমির মাওলানা হাবীবুর রহমান ও মহানগর আমির ফখরুল ইসলাম।