আপত্তিকর ফেসবুক পোস্টের জেরে রংপুরের পল্লিতে অজানা আতঙ্ক বিরাজ করছে বলে খবর পাওয়া গেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে।
গঙ্গাচড়া মডেল থানার ওসি আল এমরান বলেন, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সেখানে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে। ভয়ে-আতঙ্কে বাড়ি ছেড়ে যাওয়ার বিষয়ে আমি কিছু জানি না।
গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা বলেন, ছয়আনি গ্রামে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়নের ছয়আনি গ্রামের সুজন চন্দ্রের ছেলে রঞ্জন রায় ব্যঙ্গচিত্র তৈরি এবং অশালীন মন্তব্য লিখে ফেসবুকে একাধিকবার পোস্ট করে। বিষয়টি ছড়িয়ে পড়লে এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়। ২৬ জুলাই নিজ বাড়ি থেকে রঞ্জনকে গ্রেপ্তার করে পুলিশ। ২৭ জুলাই বিকালে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুরা ইউনিয়নের সিঙ্গেরগাড়ি এলাকার বিক্ষুব্ধ লোকজন লাঠিসোঁটা নিয়ে সিঙ্গেরগাড়ি বাজারে জমায়েত হয়। তারা রঞ্জন রায়ের ফাঁসির দাবিতে মিছিল নিয়ে খিলালগঞ্জ বাজার হয়ে ছয়আনি গ্রামে আসে। প্রায় ১২টি ঘরবাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয় বলে অভিযোগ ওঠে। পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন। গতকাল আবার হামলার আতঙ্ক ছড়িয়ে পড়লে অভিযুক্ত রঞ্জন রায়ের এলাকার লোকজন তাদের আত্মীয়-স্বজনদের বাসায় বাড়ির মালামাল, গরু-ছাগল সরিয়ে ফেলে।