বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে মিয়ানমার অংশে স্থলমাইন বিস্ফোরণে লাকি সিং (২৪) নামের এক নারীর পা বিচ্ছিন্ন হয়ে গেছে। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। লাকি নাইক্ষ্যংছড়ির সোনাইছড়ি ইউনিয়নের গাছবুনিয়া এলাকার বাসিন্দা। নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্র জানায়, সীমান্তে বাঁশকোড়ল (এক ধরনের সবজি) কুড়াতে গিয়ে মিয়ানমার অংশে ঢুকে পড়লে স্থলমাইন বিস্ফোরণের শিকার হন লাকি। স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে স্থাপিত এমএসএফ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার চিকিৎসা চলছে। গত বছরের ডিসেম্বর থেকে ঘুমধুম সীমান্তের বিপরীতে মিয়ানমারের রাখাইন রাজ্যের কিছু এলাকা আরাকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, ওই এলাকায় বিপুলসংখ্যক স্থলমাইন পুঁতে রাখা হয়েছে।