রংপুরের গঙ্গাচড়ায় বালুর গর্ত থেকে দুই শিশুর লাশ উদ্ধারের ঘটনায় নুর মোহাম্মদ নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে বুধবার উপজেলার আলমবিদিতর ইউনিয়নের ডাঙ্গী পাইকান এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। নিহত শিশুরা হলো- ডাঙ্গী পাইকান এলাকার জাকিরুল ইসলামের ছেলে মারুফ মিয়া (৬) এবং আবদুর রশিদের ছেলে আবদুর রহমান (৭)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সকালে মারুফ ও আবদুর রহমান খেলতে বের হয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরদিন দুপুরে বাড়ির অদূরে বালুর পয়েন্ট থেকে গলায় রশি প্যাঁচানো অবস্থায় মারুফের লাশ উদ্ধার করেন স্থানীয়রা। এরপর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ওই পয়েন্টে আবদুর রহমানের লাশও খুঁজে পায়। এ ঘটনায় একটি হত্যা মামলা করেন আবদুর রহমানের বাবা আবদুর রশিদ।
গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল এমরান বলেন, শিশুদের হত্যার কারণ জানতে তদন্ত চলছে। পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।