আবাসন ব্যবসায়ী মো. মোস্তাফিজুর রহমান অভিযোগ করেছেন, রাজশাহী জেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন এবং পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ছাত্রদল নেতা ইমদাদুল হক লেমনের নেতৃত্বে একটি চক্র তাকে অপহরণ, নির্যাতন ও কোটি টাকার সম্পদ ছিনিয়ে নিয়েছে।
জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, গত ৩০ জুন বিকালে রাজশাহীর সাহেববাজার থেকে পিস্তল ঠেকিয়ে তাকে অপহরণ করে টর্চার সেলে নিয়ে যাওয়া হয়। সেখানে পাঁচ-ছয় ঘণ্টা আটকে রেখে শারীরিক নির্যাতন চালানো হয় এবং প্রাণনাশের হুমকি দিয়ে ২ কোটি টাকা চাঁদা দাবি করা হয়। এ ঘটনায় তিনি আদালতে একটি মামলা দায়ের করেছেন বলে দাবি করেন। ব্যবসায়ী মোস্তাফিজুর বলেন, অস্ত্রের মুখে তার ব্যাংক চেকে স্বাক্ষর করানো হয়, পাসপোর্ট ও ব্যবসায়িক কাগজপত্র ছিনিয়ে নেওয়া হয়। ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর করতে বললে তিনি অস্বীকৃতি জানালে তাকে আওয়ামী লীগ নেতা বলে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরে পুলিশ থানায় নিয়ে চুক্তিপত্রে স্বাক্ষর করায়।
তিনি জানান, টর্চার সেলের ঘটনার ভিডিও ফুটেজ ও অডিও রেকর্ড তার কাছে সংরক্ষিত রয়েছে। ঘটনার প্রমাণসহ আদালতে মামলা করেছেন তিনি। মোস্তাফিজুর রহমান আরও বলেন, ২৭ লাখ টাকার বিনিময়ে একটি ফ্ল্যাট দেওয়ার চুক্তি দেখিয়ে অপহরণকারীরা প্রকৃতপক্ষে ৭০ লাখ টাকার ফ্ল্যাট ও মোট ৯৭ লাখ টাকার চুক্তিতে তাকে জিম্মি করে স্বাক্ষর করিয়ে নেয়।