হাসপাতালের জরুরি বিভাগে সেবা নিতে আসা কারও মাথা দিয়ে ঝরছে রক্ত, কারও বা হাত দিয়ে। কেউ কেউ ব্যান্ডেজ নিয়ে বসে আছেন। এমন সময় একদল মানুষ এসে আহত রোগীদের ওপর হামলা চালায়। সে সময় শুরু হয় ধস্তাধস্তি। আহত রোগীদের আবারও করা হলো মারধর। হাসপাতালের জরুরি বিভাগের মধ্যে এমন দৃশ্য দেখে হাসপাতালে আগত রোগীসহ অন্যরা সবাই হতবাক। গতকাল দুপুরে ঝিনাইদহ আড়াই শ বেড হাসপাতালে এমনই এক মর্মান্তিক ঘটনা ঘটে। হামলার কারণে আহত রোগীরা আরও আহত হন। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ইসলামপুর হরিপুর কবি ফজের আলী মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি হন জামায়াত সমর্থিত জহুরুল ইসলাম। বিষয়টি নিয়ে স্থানীয় বিএনপি ও জামায়াতের মধ্যে মতবিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার স্কুল কমিটির সভা চলাকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে জামায়াতের নয়জন ও বিএনপির ছয় নেতা-কর্মী আহত হন। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, চার মাস আগে স্কুলের কমিটি করা নিয়ে সংঘর্ষের সূত্রপাত হয়। একপক্ষ কমিটি মানতে নারাজ। তারাই হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। এখনো থানায় কোনো পক্ষ মামলা করেনি বলেও তিনি জানান।