ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ চেয়ারম্যান ও এ বি এম রুহুল আমিন হাওলাদার জাতীয় পার্টির মহাসচিব নির্বাচিত হয়েছেন। গতকাল রাজধানীর গুলশানে ইমানুয়েল কমিউনিটি সেন্টারে পার্টির দশম জাতীয় কাউন্সিলে সারা দেশ থেকে আসা প্রায় ২ হাজার কাউন্সিলরের কণ্ঠভোটে তাঁরা নির্বাচিত হন।
কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে জাতীয় পার্টি গঠিত তিন সদস্যের নির্বাচন কমিশনের আহ্বায়ক মো. জহিরুল ইসলাম জহির নির্বাচিত চেয়ারম্যান হিসেবে আনিসুল ইসলাম মাহমুদ ও মহাসচিব হিসেবে এ বি এম রুহুল আমিন হাওলাদারের নাম ঘোষণা করেন। কমিশনের অন্য সদস্যরা হলেন মোস্তফা আল মাহমুদ ও মো. আরিফুর রহমান খান। এ ছাড়া কাজী ফিরোজ রশীদকে সিনিয়র কো-চেয়ারম্যান ও মুজিবুল হক চুন্নু নির্বাহী চেয়ারম্যান নির্বাচিত হন। কাউন্সিলরের পাশাপাশি ৩ হাজারের অধিক ডেলিগেট কাউন্সিলে উপস্থিত ছিলেন। উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন আনিসুল ইসলাম মাহমুদ। প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। স্বাগত বক্তব্য দেন এ বি এম রুহুল আমিন হাওলাদার। সাংগঠনিক রিপোর্ট পেশ করেন মহাসচিব মুজিবুল হক চুন্ন। বক্তব্য দেন কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, সাহিদুর রহমান টেপা, এ টি ইউ তাজ রহমান, সোলায়মান আলম শেঠ, নাসরিন জাহান রতনা, নাজমা আকতার, লিয়াকত হোসেন খোকা, মোস্তফা আল মাহমুদ, মাসরুর মওলা, জসিম উদ্দিন ভূইয়া, আরিফুর রহমান, নুরুল ইসলাম মিলন, জিয়াউল হক মৃধা, খান ইসরাফিল খোকন প্রমুখ। আনোয়ার হোসেন মঞ্জু বলেন, ‘সরকার বলছে সংস্কার করতে হবে। সংস্কার কি আমরা করিনি? শিক্ষানীতি, ওষুধনীতি, উপজেলা পদ্ধতি এসবই সংস্কারের অংশ ছিল। এখন সংস্কারের জন্য বিদেশ থেকে লোক ভাড়া করে আনতে হয়! তারা কীভাবে সংস্কার করবে। তারা সংস্কারের প্রস্তাব দিতে পারে। কিন্তু তা বাস্তবায়ন করতে হলে নির্বাচিত সংসদ লাগবে।’ আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ‘সরকার নির্বাচনের কথাও বলছে। কিন্তু আদৌ গ্রহণযোগ্য নির্বাচন হবে কি না সন্দেহ আছে।’
এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, ‘জাতীয় পার্টিকে আমরা নিয়ে যাব সাধারণ মানুষের কাছে। ফিরিয়ে দেব তৃণমূলের মর্যাদা। পল্লিবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের গড়া জাতীয় পার্টি কারও একক সম্পত্তি নয়, এ পার্টি জনগণের আশা ও অধিকার রক্ষার আন্দোলনে রাজপথে থাকবে। আমরা দেশের মানুষকে নতুন পথ দেখাতে চাই। জাতীয় পার্টি এখন শুধু বিরোধী শক্তি নয়, আমরা হয়ে উঠতে চাই জাতির বিকল্প নেতৃত্ব। যে নেতৃত্ব সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য পল্লিবন্ধু এরশাদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করবে।’