সিলেটে অপারেশনের সময় রোগীর মৃত্যু হলে লাশ ফেলে সংশ্লিষ্ট চিকিৎসকের পালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। রোগীর স্বজনদের অভিযোগ, চিকিৎসকের ভুলেই মৃত্যুর এ ঘটনা ঘটেছে। এদিকে রোগী মৃত্যুর জেরে ওই চিকিৎসককে আর কোনোদিন চিকিৎসার জন্য ডাকা হবে না বলে লিখিতভাবে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। গত রবিবার রাত ৯টার দিকে নগরীর মির্জাজাঙ্গালস্থ সেফওয়ে হাসপাতালে এ ঘটনা ঘটে। এর আগেও সেফওয়ে হাসপাতালে ডা. আবদুল মনাফ নামের ওই চিকিৎসকের ভুলে রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছিল। মারা যাওয়া রোগীর নাম মাওলানা শফিকুর রহমান (৭৫), তিনি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার চৌঘরি গ্রামের বাসিন্দা। তিনি মূত্রথলির পাথর অপারেশনের জন্য ডা. আবদুল মনাফের তত্ত্বাবধানে ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এদিকে মৃত্যুর পর চিকিৎসকের বিরুদ্ধে ভুল অপারেশনের অভিযোগ তোলেন রোগীর স্বজনরা। ঘটনার পরপরই তারা হাসপাতালে ভিড় করেন। খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে যায়। উদ্ভূত পরিস্থিতিতে হাসপাতাল কর্তৃপক্ষ লিখিতভাবে স্বীকার করেছে যে, অপারেশনের সময় চিকিৎসক ভুল করেছেন। চিকিৎসায় অবহেলায় রোগীর মৃত্যুর কারণে ভবিষ্যতে ডা. মনাফকে চিকিৎসার জন্য হাসপাতালে ডাকা কিংবা চেম্বার করার সুযোগ দেওয়া হবে না বলেও লিখিতভাবে জানান সেফওয়ে হাসপাতালের ইনচার্জ। অপারেশনের পর রোগী মারা গেলে ডা. মনাফ রোগীর স্বজনদের সঙ্গে কথা না বলেই হাসপাতাল ত্যাগ করেন। এ ব্যাপারে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি জিয়াউল হক জানান, ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে পরিস্থিতি শান্ত করে। তবে রোগীর স্বজনদের পক্ষে কেউ থানায় লিখিত অভিযোগ করেননি।