কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় ডাকাত দলের হামলায় মাহমুদুল্লাহ রিয়াদ (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আরও চারজন গুরুতর আহত হন। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকায় এ ঘটনা ঘটে। মাহমুদুল্লাহ রিয়াদ উখিয়া উপজেলার বালুখালীর শিয়ালিয়া এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্র জানায়, ডাকাত দল মহাসড়কে রশি দিয়ে মোটরসাইকেল থামিয়ে আরোহীদের ওপর হামলা চালায়। এতে মাহমুদুল্লাহ রিয়াদসহ তিনজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রিয়াদকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে আরও দুজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা। চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, ‘ডাকাতের হামলায় একজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ডাকাতদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।’