সিলেটের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান স্কলার্সহোমের শাহী ঈদগাহ ক্যাম্পাসের আজমান আহমেদ দানিয়াল নামে দ্বাদশ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যুর জন্য কলেজ কর্তৃপক্ষকে দায়ী করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। গতকাল বিক্ষোভের মুখে কলেজ কর্তৃপক্ষ উপাধ্যক্ষকে অব্যাহতি প্রদানসহ শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি মেনে নিয়েছেন।
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে গতকালই কলেজের উপাধ্যক্ষ আশরাফ হোসেন চৌধুরীকে অব্যাহতি দেওয়া হয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে. কর্নেল (অব.) মুনীর আহমেদ কাদেরী এর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্কলার্সহোম পরিচালনাকারী হাফিজ মজুমদার ট্রাস্টের সভায় শিক্ষার্থীদের সব দাবি ও সংস্কার প্রস্তাব মেনে নেওয়া হয়েছে। অভিযুক্ত উপাধ্যক্ষ আশরাফ চৌধুরীসহ তিন শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। সেই সঙ্গে শিক্ষার্থী দানিয়ালের মৃত্যুর ঘটনায় একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। উল্লেখ্য, ১৭ সেপ্টেম্বর বিকালে ওই শিক্ষার্থীর লাশ নিজ বাসা থেকে উদ্ধার করে পুলিশ। নির্বাচনি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় অভিভাবককে ডেকে নিয়ে অপমান এবং ছাড়পত্র দেওয়ার হুমকির ঘটনার প্রেক্ষিতে আজমান আত্মহত্যা করেছে বলে অভিযোগ করেন দানিয়ালের সহপাঠীরা। একপর্যায়ে এই ক্ষোভ স্কলার্সহোমের সব ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে।