মাদরাসা শিক্ষা বোর্ডের স্বীকৃতিপ্রাপ্ত সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা পর্যায়ক্রমে দ্রুত জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান ধর্মঘট পালন করেছে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোট। পাঁচ দফা দাবিতে গতকাল টানা ১১তম দিনের মতো কর্মসূচি পালন করেন তারা।
অবস্থান ধর্মঘটে বক্তারা বলেন, দীর্ঘ সময় ধরে ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা বঞ্চনার শিকার হয়ে আসছেন। ২০১৩ সালে প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণ করা হলেও ইবতেদায়ি শিক্ষকরা তখন বঞ্চিত হন। বক্তারা আরও অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার চলতি বছরের জানুয়ারি মাসে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাগুলো জাতীয়করণের ঘোষণা দিলেও এখন পর্যন্ত সে ঘোষণার কোনো দৃশ্যমান উদ্যোগ চোখে পড়েনি। তিন বছরের ছোট্ট শিশুসন্তান শায়ানকে নিয়ে বরিশালের মেহেন্দিগঞ্জ থেকে কর্মসূচিতে এসেছেন শিক্ষক শিউলি আক্তার। তিনি সাংবাদিকদের বলেন, গত ১১ দিন ধরে আন্দোলনে আছি। ছোট বাচ্চাকে সঙ্গে নিয়ে আসছি। সরকার তো আমাদের কষ্ট বোঝে না। তা যদি বুঝত, তাহলে অবশ্যই জাতীয়করণ দিয়ে দিত। আমরা চাই দ্রুত আমাদের দাবিগুলো সরকার মেনে নিক।