ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত বুধবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত দেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৩৩ জন। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮৩৩ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে বরিশাল বিভাগে ১১৩, চট্টগ্রাম বিভাগে ১১৯, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৫৮, ঢাকা উত্তর সিটিতে ১৬৭, ঢাকা দক্ষিণ সিটিতে ১১৬, রাজশাহী বিভাগে ৬৫ (সিটি করপোরেশনের বাইরে), ময়মনসিংহ বিভাগে ৭৭ (সিটি করপোরেশনের বাইরে), রংপুর বিভাগে ১২ (সিটি করপোরেশনের বাইরে) ও সিলেট বিভাগে ছয়জন (সিটি করপোরেশনের বাইরে) নতুন রোগী ভর্তি হয়েছেন।