রাজধানীর যাত্রাবাড়ীর ধোলাইপাড় এলাকায় চুরির অপবাদ দিয়ে এক কিশোরকে বাসা থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার ধোলাইপাড় শেখপাড়া বায়তুল রহমত নুরানি মাদ্রাসার সামনে থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় গতকাল মামলা দায়ের করে নিহতের পরিবার। পরে ফৌজিয়া রওশন আক্তার প্রীতি নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়।
নিহত কিশোর মো. বাপ্পি (১৫) বাগেরহাটের শরণখোলা উপজেলার নলবুনিয়া গ্রামের মো. শাহজাহানের ছেলে। তারা সপরিবার যাত্রাবাড়ীর পশ্চিম ধোলাইপাড় এলাকায় বসবাস করেন। বাপ্পি তার মায়ের সঙ্গে একটি কারখানায় শ্রমিক হিসেবে কাজ করত।
বাপ্পির ভাই মো. পারভেজ বলেন, শেখপাড়া এলাকায় ফৌজিয়া রওশন আক্তার প্রীতির বাসা থেকে চুরি করেছে এমন অপবাদ দিয়ে গত বুধবার বাপ্পিকে বাসা থেকে তুলে নেয় স্থানীয় মাদক বিক্রেতা কাপশি রাসেল, মোল্লা শুভ ও সাকিব। পরে প্রীতির বাসায় আটকে রেখে তাকে দিনভর নির্যাতন করা হয়। রাতে রাস্তায় বাপ্পির লাশ পাওয়া যায়।
যাত্রাবাড়ী থানার এসআই মো. আসাদুজ্জামান জুয়েল বলেন, ওই কিশোরকে চোর অপবাদ দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশের বিভিন্ন স্থানে নির্যাতনের জখম রয়েছে। এ ঘটনায় এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারেও অভিযান চলছে।