নবান্নে বগুড়ার শিবগঞ্জ উপজেলায় উথলি গ্রামে হয়ে গেল কোটি টাকার মাছের মেলা। হাজার হাজার মণ মাছ মেলায় তোলা হয়। শ্বশুর-জামাইয়ের কেনাকাটার এই মেলায় গতকাল সকাল থেকেই ছিল উপচে পড়া ভিড়। প্রায় ৪০ গ্রামের মানুষ মাছ ছাড়াও নতুন চালের পোলাও, পায়েস, পিঠা পুলিতে মেয়ে, মেয়ের জামাই এবং আত্মীয়স্বজন নিয়ে উৎসব করেন। মাছ ব্যবসায়ীরা জানান, এক দিনের এই মেলায় কোটি টাকার ওপরে মাছ বিক্রি হয়ে থাকে। শিবগঞ্জ উপজেলার উথলি গ্রামে কবে কখন থেকে এই নবান্নের মেলা চলে আসছে তার সঠিক ইতিহাস জানা নেই স্থানীয় প্রবীণদের। তাদের ধারণা, প্রাচীন করতোয়া নদীর পাড়ে প্রায় আড়াই শ বছর আগে থেকে এই মেলা হয়ে আসছে। মেলা উপলক্ষে উথলি ছাড়াও আশপাশের ছোট নারায়ণপুর, বড় নারায়ণপুর, রথবাড়ি, ধোন্দাকোলা, সাদুল্লাপুর, বেড়াবালা, গরীবপুর, দেবীপুর, গুজিয়া, মেদনীপাড়া, বাকশন, রহবল, আকন্দপাড়া, জাবাড়িপুর, ছয়ঘড়িয়া, পাইকপাড়াসহ আশপাশের অন্তত ৪০টি গ্রামে বিরাজ করে অন্য রকম উৎসবের আমেজ। শিবগঞ্জ ছাড়াও নন্দীগ্রাম ও কাহালু উপজেলায় এ দিনে বসে মাছের মেলা।
মূলত শিবগঞ্জের এই মেলায় শ্বশুর ও জামাইয়ের সবচেয়ে বড় মাছ কেনার লড়াই হয়ে থাকে। বড় মাছ কেনার এই প্রতিযোগিতায় প্রায় সবাই অংশগ্রহণ করে থাকেন। হাসি, আনন্দ আর কেনাবেচার কোলাহলে পুরো এলাকা পরিণত হয় উৎসবমুখর জনসমুদ্রে। এই মেলা এখন লোকজ সংস্কৃতির অংশ হয়ে উঠেছে। ৫ থেকে ২৫ কেজির রুই, কাতলা, বোয়াল, গ্লাসকার্প, সিলভারকাপ, চিতল, মৃগেল ব্লাড কাপ, ইলিশ, কার্পিও মাছ বিক্রি হয়েছে। এসব মাছ রাজশাহী, জয়পুরহাট ও নওগাঁ জেলার বিভিন্ন এলাকা থেকে এনেছেন পাইকাররা। বিল ও নদীর মাছের পাশাপাশি পুকুরে চাষ করা মাছও বিক্রি হয়েছে।
জয়পুরহাটে জামাইদের নিয়ে মাছের মেলা : জয়পুরহাট প্রতিনিধি জানান, অগ্রহায়ণের তৃতীয় দিনে জেলার কালাই উপজেলায় নতুন ধান ঘরে ওঠার আনন্দে মেয়েজামাই, বেয়াই-বেয়ানসহ নিকটাত্মীয়দের নিয়ে নবান্নে মেতে ওঠেন কৃষক। জামাইদের উদ্যোগে বসে কালাই পৌরশহরের পাঁচশিরা বাজারে মাছের মেলা। দিনব্যাপী চলে মাছ কেনাবেচার উৎসব। ভোর থেকেই মেলাজুড়ে ছিল ক্রেতা-বিক্রেতা আর কৌতূহলী মানুষের ঢল।
কালাই হাট ইজারাদার আবদুল আলিম সরকার বলেন, ‘আসলে এ মেলার আয়োজন করতে হয় না। প্রতি বছর এই দিনে মেলা অটোম্যাটিক বসে। বেচাকেনাও হয় প্রচুর। গত বছরের চেয়ে এবার মেলায় মাছের আমদানি বেশি ছিল।’ জেলা মৎস্য কর্মকর্তা মাসুদ রানা বলেন, ‘মেলায় ছোটবড় বিভিন্ন প্রজাতির মাছ উঠেছে। বড় বড় মাছ দেখে এলাকার চাষিদের আগ্রহ বাড়ছে। মেলায় কমপক্ষে কোটি টাকার মাছ কেনাবেচা হয়েছে।’