জামাকাপড় পরিষ্কার করাই শেষ কথা নয়, পাশাপাশি সঠিক উপায়ে কীভাবে কাপড় আয়রন করবেন তা জানা থাকা একান্ত প্রয়োজন। কারণ সঠিকভাবে আয়রন না করলে কাপড়ের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। আসুন জানা যাক কাপড় আয়রন করার সঠিক নিয়ম_
কাপড় আয়রন করার আগে সর্বপ্রথম যে বিষয়টির দিকে লক্ষ্য রাখবেন তা হলো সুতি, সিল্ক, জর্জেট, লিনেন, অর্থাৎ কোন ধরনের কাপড় আয়রন করছেন। কাপড়ের ধরন বুঝে আয়রনের তাপমাত্রা নির্ধারণ করুন। সাধারণত আয়রনের গায়েই কাপড়ের ধরন অনুযায়ী কত তাপমাত্রা প্রয়োজন তা লেখা থাকে। ভালো এবং পরিপাটি আয়রনের জন্য প্রথমে কাপড়টিতে হাল্কা পানি ছিটিয়ে দিন। পশমী কাপড় আয়রন করার সময় কাপড়ের ওপর ভেজা গামছা রেখে আয়রন করবেন। ব্লাউজ বা শার্ট আয়রন করার সময় প্রথমে ব্লাউজ বা শার্টের হাতাগুলো আয়রন করে নিন। যে জায়গায় কাপড়টি রেখে আয়রন করছেন তা যেন একটু শক্ত ধাঁচের হয় সেদিকে লক্ষ্য রাখুন। যারা বিছানার ওপর কাপড় আয়রন করেন তারা অবশ্যই বিছানার চাদরের ওপর মোটা কাপড় বিছিয়ে তারপর আযরন করবেন। এতে করে আয়রন কাপড় ও বিছানার কোনো রকম ক্ষতি হওয়ার
আশঙ্কা থাকে না।
লাইফস্টাইল ডেস্ক