একটা বয়স শেষে চুলে পাক ধরা বা চুল সাদা হওয়াটা স্বাভাবিক। কিন্তু যখন অল্প বয়সেই চুল পেকে যায়, তখন নিশ্চয় নানা ভাবে তা রোধ করতে ব্যস্ত হয়ে পড়েন! সাধারণত অপুষ্টি, হরমোনের ভারসাম্যের অভাব, থাইরয়েডের সমস্যাসহ নানা কারণে অকালেই সাদা হয়ে যেতে পারে আপনার কালো চুল।
এই নিয়ে সম্প্রতি অ্যাসোসিয়েশন অফ অল্টারনেটিভ মেডিসিন অফ দুবাইের একটি গবেষণামূলক প্রতিবেদনে বলা হয়েছে- অকালে চুল পাকা রোধ করা, চুল পড়া বন্ধ করা এবং সাদা চুলকে কালো করে তুলতেও সাহায্য করবে যে উপায়টি, সেটি হলো তিন চা চামচ পাতি লেবুর রস ও আধা কাপ নারকেল তেলের মিশ্রণ ব্যবহারে।
যে ভাবে ব্যবহার করবেন-
উপাদান দুটিকে একটি পাত্রে ভাল করে মিশিয়ে নিন। এরপর মিশ্রণের কিছুটা হাতে নিয়ে চুলের গোড়ায় ম্যাসাজ করুন। এই অবস্থায় ঘন্টাখানেক রেখে দিন। তারপর পরিস্কার পানিতে চুল ধুয়ে শ্যাম্পু করে নিন। সপ্তাহে একদিন এই মিশ্রণ প্রয়োগ করাটাই যথেষ্ট। তবে প্রতিদিনও এই মিশ্রণ ব্যবহার করা যেতে পারে। এতে করে অকালে চুল পেকে যাওয়া রোধ করবে ও চুল পড়া বন্ধ হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার