রাজধানীর কুড়িল বিশ্বরোড সংলগ্ন রেললাইনে ট্রেনের ধাক্কায় নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে মৃত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। তবে তার বয়স ৩৫ বছর বলে জানিয়েছে রেলওয়ে থানা পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে ঘটনাটি ঘটে। পথচারীরা সেই ব্যক্তিকে মুমূর্ষু অবস্থায় কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।
ঢাকা রেলওয়ে থানা (কমলাপুর) বিমানবন্দর পুলিশ ফাড়ির (এএসআই) মোঃ রবিউল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেন জানান, কমলাপুরগামি একটি ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যাক্তি আহত হয়,পরে হাসপাতালে তার মৃত্যু হয়। নিহতের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হবে।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর