Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ১৪ জুন, ২০১৯ ০৪:১৭

চাকরির মেয়াদ বাড়ছে শাস্ত্রীর

অনলাইন ডেস্ক

চাকরির মেয়াদ বাড়ছে শাস্ত্রীর
ফাইল ছবি

ভারতের প্রধান কোচ রবি শাস্ত্রীর চাকরির মেয়াদ বাড়ালো দেশটির ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। চলতি বিশ্বকাপের শেষ হতেই রবি শাস্ত্রীর পাশাপাশি বাকি কোচিং স্টাফদের চাকরির মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও সবার জন্যই সুখবর দিল বিসিসিআই।

বিশ্বকাপ শেষ হওয়ার পরও আরও ৪৫ দিন বাড়ছে রবি শাস্ত্রীর। তার পাশাপাশি সহকারী কোচ সঞ্জয় বাঙ্গার, বোলিং কোচ ভরত অরুণ, ফিল্ডিং কোচ আর. শ্রীধরেরও মেয়াদ বাড়বে। বিষয়টি বিসিসিআইয়ের ওয়াবসাইট থেকে নিশ্চিত করা হয়। ভারতের সুপ্রিম কোর্ট নিয়োজিত কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর (সিওএ) এই সিদ্ধান্ত নেয়ার পর বিসিসিআই তাদের ওয়েবসাইটে সেটি প্রকাশ করে।

বিসিসিআইয়ের বিবৃতিতে বলা হয়ে, ‘কিছু বিষয়ে আলোচনার পর সিওএ অ্যাডহক ভিত্তিতে সাপোর্ট স্টাফদের চুক্তির মেয়াদ ৪৫ দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এবং বিশ্বকাপের পর তাদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে।’


বিডি প্রতিদিন/ ওয়াসিফ


আপনার মন্তব্য