৭ আগস্ট, ২০২৪ ১২:৪৩

‘মেকআপ’ টোটকা

‘মেকআপ’ টোটকা

প্রতীকী ছবি

♦ ত্বক বেশি উজ্জ্বল হলে ফাউন্ডেশন ব্যবহারের প্রয়োজন নেই। শুধু চোখের নিচে কনসিলার ব্যবহার করুন। পাশাপাশি চোখের শ্যাডোর সঙ্গে ত্বকের উজ্জ্বলতা ঠিক করে নিন।

♦ মেকআপের আগে মুখের ত্বক পরিষ্কার এবং ময়েশ্চারাইজ করে নিন। মেকআপ ত্বকে ভালোভাবে বসে যাবে। নমনীয় দেখাবে।

♦ ত্বকের কালার টোন বুঝে সঠিক ফাউন্ডেশনটি ব্যবহার করুন। এই নিয়মটিকে অনুসরণ করলে মেকআপটি আপনার ত্বকের রংয়ের সঙ্গে মিশে যাবে।

♦ ব্রোনজার মুখের মেকআপে এক ধরনের গ্ল্যামার নিয়ে আসে। এটি কপালে এবং গালে ব্যবহার করলে একটি গ্লামারাস লুক তৈরি করে।

♦ স্কিন টোন অনুযায়ী মুখের মেকআপ গাঢ় করুন। এতে করে মেকআপটি বেশ উজ্জ্বল হবে। কখনোই নিজের ত্বকের চেয়ে হালকা রঙের মেকআপ নির্বাচন করবেন না। যদি দ্বিধায় পড়ে যান, তাহলে কাছাকাছি হালকা ও গাঢ় দুটি রংই বেছে নিন।

লেখা : লাইফস্টাইল ডেস্ক

 


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর