২১ এপ্রিল, ২০১৯ ২১:০৬

'মোদি দেখতে ভালো নয় বলেই স্ত্রী ছেড়ে চলে গেছেন'

অনলাইন ডেস্ক

'মোদি দেখতে ভালো নয় বলেই স্ত্রী ছেড়ে চলে গেছেন'

আবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি ব্যক্তিগত আক্রমণ করলেন কর্নাটকের মন্ত্রী বি জেড জামির আহমেদ খান। তিনি দাবি করেন, ‘‌প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্ত্রী তাকে ছেড়ে চলে গিয়েছেন কারণ তার মুখ দেখতে ভালো নয়। তার মুখ দেখতে ভলো নয় বলে একমাত্র স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে। তাহলে মানুষ কী তার মুখ দেখে ভোট দেবে?‌’‌

কিন্তু কেন এমন মন্তব্য করলেন কর্নাটকের মন্ত্রী?‌ জানা গেছে, জামির আহমেদ খান বিজেপি এমপি শিবকুমার উদাসিকে আক্রমণ করতে গিয়েই এই মন্তব্য করেছেন। কারণ হাভেরি লোকসভা আসনের এমপি শিবকুমার সেখানে গিয়ে মোদির ছবি দেখিয়ে ভোট চাইছিলেন।
 
শিবকুমার উদাসি দু’‌বারের বিজেপি এমপি। তিনি নির্বাচনী প্রচারে বেরিয়ে বলেছেন, ‘‌আমার মুখের দিকে তাকাবেন না। মোদির মুখের দিকে তাকান আর বিজেপিকে ভোট দিন।’‌ 

আপনারা অবশ্যই আপনাদের প্রাপ্তি নিয়ে কথা বলুন। কিন্তু মোদির মুখের দিকে তাকাবার কথা না বললে তা কি সম্ভব?‌ সাংবাদিকদের এই কথা বলেন বিজেপি এমপি শিবকুমার উদাসি। ফলে মোদির ওপর ভরসা করেই ভোট বৈতরণী পার হতে চাইছে বিজেপি এমপিরা। নিজের ক্যারিশমা যে সেখানে নেই তা কার্যত মেনে নিলেন শিবকুমার বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

বিডি প্রতিদিন/২১ এপ্রিল ২০১৯/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর