মাক্কাল নিধি মাইয়াম বা এমএনএম সংগঠনের প্রতিষ্ঠাতা ও অভিনেতা কমল হাসানের জিভ কেটে নেয়া উচিত বলে মন্তব্য করেছেন তামিননাড়ুর এক মন্ত্রী। সম্প্রতি 'ভারতের প্রথম সন্ত্রাসবাদী যে একজন হিন্দু' বলে মন্তব্য করেছেন কমল হাসান। এরই প্রেক্ষিতে সোমবার এমন মন্তব্য করলেন তামিলনাড়ুর মন্ত্রী কেটি রজেন্ত্র ভালাজি।
বিতর্ক অবশ্য ভালাজির কাছে নতুন কিছু নয়। তিনি দাবি করেন, কমল হাসানের পার্টি এমএনএম নিষিদ্ধ ঘোষিত হোক। একই সঙ্গে নির্বাচন কমিশন যাতে কমল হাসানের বিরুদ্ধে ব্যবস্থা নেয় সে আর্জিও জানিয়েছেন তিনি।
তামিলনাড়ুন দুগ্ধ ও ডেয়ারি উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী বলেছেন, উনি বলেছেন ভারতের প্রথম উগ্রপন্থী ছিল একজন হিন্দু। ওর জিভ কেটে নেয়া উচিত। উগ্রপন্থার কোনও ধর্ম হয় না, না হিন্দু, না মুসলিম।
তিনি বলেন, সংখ্যালঘু ভোট পাওয়ার জন্য উনি এসব নাটক করছেন আর এসব কথা বলছেন। আপনি বিষ গিলছেন কেন! (ওর উচ্চারিত) সব কথাই বিষ। হাসানের দল হিংসার বীজ বুনছে। এদের নিষিদ্ধ করা উচিত এবং নির্বাচন কমিশনের উচিত ওর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া।
এর আগে ভালাজি সংবাদ শিরোনামে এসেছিলেন। একবার তিনি মোদিকে 'আমাদের বাবা' উল্লেখ করেছিলেন।-ইন্ডিয়ান এক্সপ্রেস
বিডি প্রতিদিন/১৪ মে ২০১৯/আরাফাত