Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ২৩ মে, ২০১৯ ১১:০৭

দিন শেষে হয় হতাশা, না হয় মুক্তি: শশী থারুর

অনলাইন ডেস্ক

দিন শেষে হয় হতাশা, না হয় মুক্তি: শশী থারুর

লোকসভা নির্বাচনের ফলাফল ঘিরে ভারতের বিরোধী দলীয় নেতা কংগ্রেস নেতা শশী থারুর বৃহস্পতিবার সকালে টুইট করেছেন। এতে তিনি লিখেছেন, দিন শেষে হয় হতাশায় ডুববে, না হয় মুক্তি পাবে ভারতীয় জনগণ।  

কেরালা থেকে লোকসভা নির্বাচন করেছেন শশী থারুর। টুইটারে তিনি লিখেছেন, ফলাফল ঘোষিত হওয়ার পর ৫ বছরের ভুল শাসন, অদক্ষতা এবং কুসংস্কার থেকে ভারতীয়রা মুক্তি পাবে। অথবা একতাবদ্ধ ভারত, দায়িত্বশীল শাসনব্যবস্থা, উদার সামাজিক মূল্যবোধ ও অর্থনৈতিক সুশাসনে বিশ্বাস করেন এমন মানুষ হতাশায় ডুববে।

গত ৫ বছর ধরে ক্ষমতায় আছে বিজেপি। এবারও বিজেপিই ক্ষমতায় আসছে এমনটা নির্বাচনে ভোট গণননার প্রাথমিক ফলাফলে ধারণা করা হচ্ছে।  

সূত্র: ইন্ডিয়া টুডে

বিডি প্রতিদিন/ফারজানা


আপনার মন্তব্য